Nadia News : পানীয় জলের সংকট থেকে বাসস্থানের অভাব, চরম দুর্দশায় দিন কাটছে নদিয়ার এই গ্রামের বাসিন্দাদের – nadia villagers facing water crisis as well as lack of accommodation


West Bengal News : কল আছে, কিন্তু জল নেই। নেই থাকার মত নিরাপদ জায়গা। খোঁজ নিতে আসেন না জনপ্রতিনিধিও। চরম দুর্দশায় দিন কাটছে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাপাতলা এলাকার বাসিন্দাদের পঞ্চায়েতের বিরুদ্ধে হাজারও অভিযোগ। এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন। বিগত পাঁচ বছরে মানুষ আদৌ কতটা পরিষেবা পেল সে নিয়েই প্রতিক্রিয়া নেওয়া হয়েছিল এলাকার মানুষের।

Paschim Medinipur : বিকল নলকূপ! পানীয় জলের সংকট মেদিনীপুর শহরে, জলের পাত্র হাতে অবরোধ বাসিন্দাদের
বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাপাতলা এলাকায় রয়েছে আদিবাসী গ্রাম। করুণ চিত্র দেখা গেল ওই গ্রামে। হাতে গোনা কয়েকজন আবাস যোজনার ঘর পেলেও অধিকাংশ মানুষ এখনও ভাঙা ঘরে বসবাস করেন। ঝড় বৃষ্টির মধ্যে আতঙ্কে দিন কাটে তাঁদের। বৃষ্টি হলেই ঘরের মধ্যে জল পড়ে। দিন আনা দিন খাওয়া সংসারে জলটুকুও কিনে খেতে হয়। কারণ এলাকায় জলের লাইনের কল বসানো হলেও সেটা দিয়ে জল পড়ে না। ওই এলাকার বাসিন্দা শিবানী রায় বলেন, “ভোট আসলেই পঞ্চায়েত সদস্যদের দেখা পাওয়া যায়। ভাঙা ঘরে আমাদের দিন কাটাতে হয়। ঝড় বৃষ্টিতে চরম আতঙ্কের মধ্যে থাকি।

Water Project : পানীয় জল সংকট দূরীকরণে উদ্যোগ, ভাঙড়ে জলপ্রকল্পে জমি মাপার কাজ শুরু
খাবার জলটুকুও আমাদের নেই। পঞ্চায়েতে তরফে কলের লাইন দেওয়া হয়েছে কিন্তু প্রায় অনেকদিন ধরে জল আসে না”। ওই এলাকারই আরেক বাসিন্দা সুদাময় রায়ের দাবি, “বয়স্ক ভাতা পেলেও অন্যান্য পরিষেবা আমরা পাই না। পঞ্চায়েত সদস্য কখনও খোঁজ নিতে আসেন না। তীব্র পানীয় জল কষ্টে ভুগছি আমরা। নিম্নমানের জল খেয়ে দিন কাটাতে হয়”।

Uttar 24 Pargana : জলাভূমি ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ, বনগাঁয় রাস্তা অবরোধ মৎস্যজীবীদের
ওই এলাকার প্রবীণ বাসিন্দা রথীন্দ্রনাথ চক্রবর্তীর দাবি, আগে জল স্বাস্থ্য এবং কর্মের ব্যবস্থা করা উচিত। তিনি বলেন, “দু’চারটে রাস্তা হলেও পঞ্চায়েত এলাকার প্রধান যে রাস্তা সেই রাস্তার বেহাল দশা। স্বাস্থ্য বজায় রাখতে হলে আগে বিশুদ্ধ পানীয় জল প্রয়োজন। অবিলম্বে পঞ্চায়েতের তরফ থেকে পানীয় জলের পরিষেবা সকলের বাড়িতে বাড়িতে পৌঁছানো উচিত”।

Asansol News : পানীয় জলের তীব্র সংকট জামুড়িয়ায়, মেয়রের দ্বারস্থ খোদ তৃণমূল বিধায়ক
এই বিষয়ে BJP নেতা সুফল সরকার বলেন, “মানুষের অনেক চাওয়া পাওয়া আছে। ঠিকমতো মানুষ পরিষেবা পান না। ১০০ দিনের কাজ থেকে শুরু করে বয়স্ক ভাতা কোনও কিছুই মানুষ সঠিকভাবে পায় না। পঞ্চায়েতের দায়িত্বে এলে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব”।

যদিও নিজেদের উন্নয়নের কথা তুলে ধরেছেন বেলঘড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক মণ্ডল। তিনি বলেন, “পাঁচ বছরে সব দিক থেকেই যথেষ্ট উন্নয়ন হয়েছে”। জলের সমস্যা নিয়ে তিনি বলেন, “একটি ট্যাঙ্কে যে পরিমাণে জলের লাইন থাকার কথা তার থেকে বেশি হওয়ার কারণে পরিষেবা দিতে একটু সমস্যা হচ্ছে।

তবে যারা কাজ করছে তাদের সঙ্গে কথা হয়েছে অবিলম্বে নতুন একটি ট্যাঙ্ক করে জল সরবরাহ করা হবে”। তিনি বলেন, “রাস্তা থেকে শুরু করে বয়স্ক ভাতা এবং ১০০ দিনের কাজ যতটা পেরেছি মানুষের জন্য করেছি। পঞ্চায়েতে যে পরিমাণে অর্থ পাওয়া যায় সেখানে কিছুটা সমস্যা হয় বড় উন্নয়ন করতে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *