Sonali Guha Mamata Abhishek Banerjee : ‘অভিষেক আমার লেভেলের নয়….’, বিস্ফোরক মমতার প্রাক্তন ‘ছায়াসঙ্গী’ সোনালি – ex tmc leader sonali guha says she is in bjp and never will go back to trinamool congress


বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালি গুহ। শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবি করেন সোনালি। শনিবারও এই সময় ডিজিটালের সঙ্গে টেলিফোনিক কথোপকথনে অবস্থানে অনড় থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়াসঙ্গী। সোনালির দাবি, তিনি বিজেপি করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ডাক এলেও তিনি আর তৃণমূলে কখনও ফিরে যাবেন না।

TMC MLA Abdul Karim Chowdhury : ‘মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ডাকলেও যাব না’, ফের বিস্ফোরক বিধায়ক
ফোনে এই সময় ডিজিটালকে সোনালি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। আমি যদি মুখ খুলি, তাহলে আগ্নেয়গিরি হবে। আমি নির্দিষ্ট করে কারও বিরুদ্ধে কিছু বলিনি। আমি ব্যক্তি রাজনীতিতে বিশ্বাসই করি না। আমি সামগ্রিক রাজনীতিতে বিশ্বাসী।’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোনালি বলেন, ‘অভিষেক আমার স্টেসাসের না, ও যতই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হোক না কেন। ও দু’বারের সাংসদ, আমি চারবারের বিধায়ক। বিধানসভার ডেপুটি স্পিকার ছিলাম আমি। কেন আমি ব্যক্তি আক্রমণে যাব? রাজনীতি ব্যক্তি আক্রমণকে প্রশয় দেয় না।’

Abhishek Banerjee: দিদি দিচ্ছে আর মোদী নিচ্ছে, ৩৭ হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন: অভিষেক
সোনালি গুহ কী আগামী দিনে তৃণমূলে ফিরবেন? এই প্রশ্নের জবাবে সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক বলেন, ‘না না কোনও প্রশ্নই নেই। আমি বিজেপি করি, বিজেপিটাই করব আগামী দিনে। আজকেই দুপুরে হাজরা মোড়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে যোগ দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকলেও তৃণমূলে ফিরে যাওয়ার প্রশ্নই নেই।’

গোরু থেকে কয়লা পাচারে অভিষেকের বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধীর। সেই প্রসঙ্গে সোনালি বলেন, ‘টিকিট না পেয়ে দু’বছর আগে অভিমানে আমি আমি বিজেপিতে গিয়েছিলাম। কারণ আমার গায়ে দুর্নীতির কোনও ছোঁয়া নেই। আমার পরিবারও দুর্নীতিতে জড়িত নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিচারাধীন বিষয় তাই এই নিয়ে এখন কোনও মন্তব্য করব না। আমি অভিষেককে নিয়ে কিছুই বলিনি। বলেছি আমি মুখ খুললে আগ্নেয়গিরি হবে।’

Abhishek Banerjee : তাঁবু খাটিয়ে দিল্লি-দরবারে অবস্থান, হুঁশিয়ারি অভিষেকের
এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদেই ওঁর রাজনৈতিক পরিচিতি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সরে যাওয়ার পর তিনি রাজনীতি থেকে হারিয়ে গিয়েছেন। নতুন করে প্রাসঙ্গিক হওয়ার জন্য এইসব বলছেন। মানুষের আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যেখানে পৌঁছে গিয়েছেন, তিনি সোনালি গুহর মতো নেতৃত্বের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন। সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের সঙ্গে রয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *