Teacher Recruitment : বিজ্ঞপ্তির বর্ষপূর্তি, পরীক্ষা হলো না! – a year ago the school service commission issued a notification to publish the advertisement soon for the recruitment of secondary and higher secondary teachers


২০২২-এর ৫ মে স্কুল সার্ভিস কমিশন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞাপন প্রকাশের বিজ্ঞপ্তি দিলেও পরীক্ষা হয়নি।

 

Teachers Reruitment
শিক্ষক নিয়োগে বিজ্ঞাপন প্রকাশের বিজ্ঞপ্তি দিলেও পরীক্ষা হয়নি(প্রতীকী ছবি)

হাইলাইটস

  • ঠিক এক বছর আগে, ২০২২-এর ৫ মে স্কুল সার্ভিস কমিশন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে শিক্ষক নিয়োগে শীঘ্রই বিজ্ঞাপন প্রকাশের বিজ্ঞপ্তি দিয়েছিল
  • কিন্তু বছর ঘুরলেও চাকরিপ্রার্থীরা এসএসসি-র তরফে নতুন নিয়োগ পরীক্ষার কোনও বিজ্ঞাপন দেখতে পাননি
  • রাজ্যে এসএসসি সর্বশেষ স্টেট লেভেল সিলেকশন টেস্ট (এসএলএসটি) নিয়েছিল ২০১৬ সালের ২৭ নভেম্বর ও ৪ ডিসেম্বর
এই সময়: ঠিক এক বছর আগে, ২০২২-এর ৫ মে স্কুল সার্ভিস কমিশন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে শিক্ষক নিয়োগে শীঘ্রই বিজ্ঞাপন প্রকাশের বিজ্ঞপ্তি দিয়েছিল। কিন্তু বছর ঘুরলেও চাকরিপ্রার্থীরা এসএসসি-র তরফে নতুন নিয়োগ পরীক্ষার কোনও বিজ্ঞাপন দেখতে পাননি। রাজ্যে এসএসসি সর্বশেষ স্টেট লেভেল সিলেকশন টেস্ট (এসএলএসটি) নিয়েছিল ২০১৬ সালের ২৭ নভেম্বর ও ৪ ডিসেম্বর।

Recruitment Scam : ঠিক উত্তরে সাদা কালি পরীক্ষার্থীর হাত দিয়ে? নতুন ধন্দ
তার পর সোয়া ৬ বছর কেটে গিয়েছে। স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষা বন্ধ। পশ্চিমবঙ্গ নিউ এসএসসি-এসএলএসটি, গ্রুপ সি/ডি একতা মঞ্চর ইমরান হোসেন, ঋত্বিকা গায়েন, রাহুল সামন্তদের দাবি, ‘রাজ্যে ১০ লক্ষ স্নাতকোত্তর পাশ এবং বিএড পাশ চাকরিপ্রার্থী অপেক্ষা করছি, কবে নতুন নিয়োগ পরীক্ষার বিজ্ঞাপন বেরোয়, তার জন্যে। স্কুলগুলির দুর্দশা কহতব্য নয়। ছাত্র অনুপাতে শিক্ষক নেই। বিভিন্ন স্কুলে বহু বিষয়ভিত্তিক শিক্ষক নেই।’ নিয়োগ পরীক্ষার দাবিতে হাইকোর্টের অনুমতিতে ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ইমরানদের অবস্থান-ধর্না ৭৩ তম দিন পেরোল শুক্রবারই।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *