Abhishek Banerjee : ‘অভিষেকের কথা ভালো লাগল…’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ‘আগ্রহী’ কংগ্রেস বিধায়ক – bairon biswas mla sagardighi says he likes abhishek banerjees speech on development


শনিবার মুর্শিদাবাদের রানীনগরের জনসভা থেকে রাজ্যের একমাত্র কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস এর উদ্দেশে তাৎপর্যপূর্ণ বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগেই বামেদের সমর্থন নিয়ে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে জিতেছেন বাইরন। এলাকার উন্নয়ন নিয়ে যে কোনও প্রয়োজনে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাইরনকে কথা বলার পরামর্শ দিয়েছেন অভিষেক। তৃণমূলের শীর্ষ নেতার পরামর্শ প্রসঙ্গে রবিবার মুখ খুললেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক।

Abhishek Banerjee : ‘এলাকার সমস্যা স্থানীয় নেতৃত্বকেই মেটাতে হবে’, মালদা ছাড়ার আগে কড়া নির্দেশ অভিষেকের
সাংবাদিকের তিনি বলেন, ‘জনগণের জন্য যেখানে যেতে হয় যাব। সাধারণ মানুষের প্রয়োজনে সব কিছু করতে রাজি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই ধরনের কথা বলে থাকেন, তবে নিশ্চয়ই এলাকার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা শুনে খুব ভালো লাগল। উনি অন্তত নিরপেক্ষভাবে এই কথাগুলি বলেছেন। অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে যাব।’

বাইরন আরও বলেন, ‘আমাকে যারা ভোট দিয়েছেন অথবা যারা ভোট দেননি তাদের যাবতীয় দাবিদাওয়া মেটানো আমার দায়িত্ব। সেই কারণে প্রয়োজন হলে কথা বলব।’ বাইরনের এই মন্তব্য সামনে আসার পর থেকে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, অভিষেক তথা তৃণমূল নিয়ে বাইরনের অবস্থান খানিক নরম।

Abhishek Banerjee : গলা কেটে নিলেও…দিল্লির কাছে মাথা নত করব না: অভিষেক
তৃণমূলে নবজোয়ার যাত্রা নিয়ে মুর্শিদাবাদের রয়েছেন অভিষেক। শনিবারের সভা থেকে বাইরনের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। অভিষেক বলেন, ‘সাগরদিঘিতে বাইরন জিতেছেন। আমি তাঁকে বলব, এলাকার উন্নয়ন নিয়ে প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে। আমরা যেখানে জিতেছি সেখানে পরিষেবা দিয়েছি, যেখানে হেরেছি সেখানেও পরিষেবা দিয়েছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে কেউ তাকে বারণ করছে না।’

বাইরণকে বার্তা দেওয়ার পাশাপাশি সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস বিজেপি আঁতাতের অভিযোগ করেন অভিষেক। তাঁর দাবি, সাগরদিঘিতে কংগ্রেস জিতলেও বিজেপির শক্তি বেড়েছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও সিপিএম নেতা মহম্মদ সেলিম বিজেপিকে নিয়ে চুপ বলেও মন্তব্য করেন তিনি।

Abhishek Banerjee : প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিষেকের কনভয় আটকে তুমুল বিক্ষোভ
অন্যদিনে জিয়াগঞ্জে আজ যাত্রা চলাকালীন অভিষেকের কনভয়ে ঢুকে পড়ে একটি অ্যাম্বুল্যান্স। রোগীকে নিয়ে হাসপাতালে যেতে অ্যাম্বুলেন্সে চালকের যাতে কোনও অসুবিধায় না হয় সেই নির্দেশ দেন অভিষেক। সেখানে উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মী ও পুলিশ অ্যাম্বুল্যান্সটিকে যাওয়ার রাস্তা করে দেয়। এই কাজের জন্য সবাই অভিষেকের প্রশংসা করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *