Amartya Sen : ‘অশ্রদ্ধা করা হচ্ছে’, অমর্ত্যর পাশে দাঁড়িয়ে অবস্থান মঞ্চে রবীন্দ্রনাথের পরিবারের সদস্য – rabindranath tagores family member supriyo tagore supports amartya sen amid visva bharati land controversy


বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমিবিবাদ তুঙ্গে। শনিবার থেকেই বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’-র সামনে চলছে অবস্থান। শনিবার কবীর সুমন, শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরীর মতো বিশিষ্টজনরা অবস্থান মঞ্চ থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। রবিবার অবস্থানে মঞ্চে দেখা গেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুরকে। অবস্থান মঞ্চ থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সুপ্রিয়।Amartya Sen Visva Bharati University : অমর্ত্য সেনের স্বস্তি! বিশ্বভারতীর নির্দেশের উপর অন্তবর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
মঞ্চে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পাশে বসে তিনি বলেন, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, যে আজকের এই সভায় উপস্থিত হতে হয়েছে। অমর্ত্যদা আমাদের কাছের লোক, পাশের লোক। ছোটবেলা থেকে তাঁকে নানা অনুষ্ঠানে দেখেছি। পৃথিবীর সবাই তাঁকে চেনেন, তিনি বিশ্ববরেণ্য। এমন মানুষকে এইরকম অশ্রদ্ধা করা হচ্ছে, এমন অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। বিশ্বভারতী তাঁর সঙ্গে এই ধরনের আচরণ করছে। তাঁকে বিরক্ত করা ছাড়া এর পিছনে আর কোনও উদ্দেশ্য নেই। কেন তাঁকে বিরক্ত করা হবে, জানি না। আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

Kabir Suman : ‘একটি ছোট্ট কুকুর ছানা পুষুন…’, বিশ্বভারতীর উপাচার্যকে স্নেহপরায়ণ হওয়ার বার্তা সুমনের
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুপ্রিয় ঠাকুর বলেন, ‘এটা হওয়া উচিত ছিল না। বিশ্বভারতীর গাফিলতির জন্য এটা হয়েছে। আমি ছোটোবেলা থেকে অমর্ত্যদাকে চিনি। শৈশবে কত সময় তাঁর সঙ্গে কেটেছে। পরে তিনি বিশ্ববিখ্যাত হন। আজকেও আমি তাঁর পাশে আছি। ওনার পাশে থাকতে পারলে নিজেকে সম্মানিত বোধ করব। এমন বিশ্ববিখ্যাত লোকের পাশে সবার দাঁড়াবার কথা, সবার থাকার কথা।’

১৩ ডেসিমেল জমি নিয়ে অমর্ত্য সেনের সঙ্গে বিবাদ বিশ্বভারতী কর্তৃপক্ষের। একাধিকবার প্রকাশ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তোলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ৬ মে অবধি অমর্ত্যকে শেষ সময়সীমা দেওয়া হয়েছিল বিশ্বভারতীর তরফে। তাঁকে উচ্ছেদের নোটিশও দেওয়া হয়।

Amartya Sen Visva Bharati: ‘যক্ষপুরী’ শান্তিনিকেতনে ‘রক্তকরবী’, অমর্ত্য সেনকে হেনস্থার প্রতিবাদে গৌতম হালদার সহ বিদ্বজ্জনেরা
শনিবার, ৬ মে থেকে প্রতীচীর সামনে মঞ্চ বেঁধে শুরু হয় অবস্থায়। কোনও রাজনৈতিক রঙ না থাকলে আয়োজনের দায়িত্বে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, কাজল শেখের মতো তৃণমূল নেতারা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা যাওয়ার পথে বীরভূমের নেতাকর্মীদের নির্দেশ দেন, ‘অমর্ত্য সেনকে উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে বসে পড়তে হবে।’ উল্লেখ্য, বিশ্বভারতীর নোটিশের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হন নোবেলজয়ী অর্থনীতিবিদ। বীরভূম জেলা আদালতকে মামলার নিষ্পত্তি করার দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *