CV Ananda Bose : সূচি বদল বোসের, কাল সমাবর্তনের আগে কোট বৈঠক – acharya governor cv anand bose will be present in court meeting at on monday day of 45th convocation


এই সময়: প্রথমে ঠিক ছিল, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আগের দিন, অর্থাৎ আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংয়ে হাজির থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে শনিবার রাতেই এই নির্দিষ্ট সূচি বদল হলো। এদিন রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর মৈত্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ৪৫-তম সমাবর্তনের দিন সোমবার সকাল ৮.৪০ মিনিটে কোর্ট মিটিংয়ে হাজির থাকবেন আচার্য-রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই দিন সকালে ৯টা থেকে ১০টা পর্যন্ত সমাবর্তনে তাঁর উপস্থিত থাকার কথা।

Kazi Nazrul University : অচলাবস্থা জারি নজরুল বিশ্ববিদ্যালয়ে, আন্দোলনের মাঝেই পুলিশি প্রহরায় বৈঠক উপাচার্যের
এই সূচি বদলের কারণ বিশদে ব্যাখ্যা না-করা হলেও রেজিস্ট্রারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আচার্যের ইচ্ছাতেই দিনক্ষণে এই বদল। বিশ্ববিদ্যালয়ের কোর্ট গত ৩১ মার্চের বৈঠকে চার বিশিষ্ট ব্যক্তিকে সাম্মানিক ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাঁরা হলেন, বিশিষ্ট সাহিত্যিক ও লেখক রাস্কিন বন্ড, মূকাভিনেতা যোগেশ দত্ত, সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায় এবং ভাস্কর রাঘব কানেরিয়া।

Calcutta High Court : সোমবার শপথ প্রধান বিচারপতি শিবজ্ঞানমের
সোমবারের সংক্ষিপ্ত বৈঠকে আচার্য-রাজ্যপালের উপস্থিতিতে কোর্ট তাঁদের নামেই সম্মতি দেবে কি না, তা নিয়েই এখন জোর চর্চা চলছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসক, শিক্ষক এবং আধিকারিকরা কাল, সোমবার সমাবর্তনের আগে মিনিট কুড়ির কোর্ট বৈঠকে এ ব্যাপারে কী সিদ্ধান্ত হয়, সে দিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন।

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেবব্রত দাস শনিবার বলেন, “আমরা আচার্যের উপস্থিতিতে কোর্ট বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা ও কাদের সাম্মানিক ডিলিট দেওয়ার সিদ্ধান্ত হয়, সে জন্য অপেক্ষা করছি।” প্রসঙ্গত, ৩১ মার্চের বৈঠকে বিভিন্ন জগতের চার বিশিষ্টকে এ বার সাম্মানিক ডিলিট দেওয়ার যে প্রস্তাব নেওয়া হয়, তা ৪ এপ্রিল রাজভবনে পাঠানো হয়েছিল।

Rabindra Bharati University : রবীন্দ্রভারতীর সমাবর্তনে ডিলিট দেওয়া হচ্ছে না
তাতে এখনও সিলমোহর পড়েনি বলেই খবর। এ ব্যাপারে জানতে উপাচার্য নির্মাল্যনারায়ণ চক্রবর্তীর সঙ্গে ফোনে যোগাযোগ করেও কথা বলা যায়নি। গত বছরের ২৩ নভেম্বর রাজ্যপাল হিসাবে রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আসীন হওয়ার পর সিভি আনন্দ বোস ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়েছেন। আবার পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের (বারাসত) কোর্ট বৈঠকেও গিয়েছেন। তবে এই প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ঠিক আগেই কোর্ট বৈঠকের জন্য ক্যাম্পাসে আসছেন আচার্য-রাজ্যপাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *