Digha Cyclone Today: পর্যটক শূন্য সৈকত, মোকায় ফের লণ্ডভণ্ড হবে দিঘা? – tourist does not come to digha due to cyclone mocha alert


এ যেন অন্য দিঘা! ছুটির দিন এবং উইকএন্ডে সাধারণত কানায় কানায় পূর্ণ থাকে দিঘার সমুদ্র সৈকত লাগোয়া হোটেলগুলি। কিন্তু, এই সপ্তাহে দৃশ্যটা অনেকটাই ভিন্ন। সেভাবে ভিড় নেই দিঘা, মন্দারমনি, শংকরপুরে। প্রবল শক্তিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মোকা, আশঙ্কা করা হচ্ছে এমনটাই। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পর্যটকরা সৈকতে আসার পরিকল্পনা বাতিল করেছেন বলে মনে করছেন হোটেল মালিকরা।

উল্লেখ্য, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। বাংলাদেশ ও ওডিশা উপকূলের দিকে এর বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল নিয়ে স্পষ্ট করে মৌসম ভবনের তরফে কিছু জানানো হয়নি। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে প্রশাসনের তরফ থেকে প্রাথমিকভাবে নজরদারি শুরু হয়েছে।

Cyclone Andhra Pradesh : প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়বে মোকা? আশঙ্কার মাঝেই স্বস্তির খবর আবহাওয়াবিদের
দফায় দফায় প্রশাসনের তরফে মিটিং করা হয়েছে। পরিদর্শন করেছেন জেলার আধিকারিকরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জারি করা হয়নি।

রবিবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সমুদ্র উপকূল এলাকায় ‘উদ্ধার কার্যালয়’গুলি ঘুরে দেখেছেন। ঘূর্ণিঝড় মোকার কারণে এদিন পর্যটকদের ভিড় কম। স্বাভাবিকভাবেই মন খারাপ দিঘার হোটেল মালিকদের।

Cyclone Mocha : মোচা না মোকা! নয়া ঘূর্ণিঝড়ের আসল নাম কী?
এর আগে কোভিডে জন্য বড় ধাক্কা খেয়েছিল দিঘার পর্যটন শিল্প। এরপর আমফান এবং ইয়াস ক্ষতবিক্ষত করেছিল সমুদ্র সৈকতকে। ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হয়েছিল উপকূলবর্তী এলাকাগুলিকে।

এরপর অবশ্য নতুন করে দিঘাকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। বহু অর্থ এর জন্য বরাদ্দ করা হয়েছে। দিঘায় তৈরি করা হচ্ছে পুরীর আদলে একটি জগন্নাথ মন্দির। মালদার সভা থেকে মোকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Cyclone Alert: প্রবল বেগে বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা? জবাব দিল হাওয়া অফিস
তিনি জানান, দিঘার এই জগন্নাথ মন্দির এমনভাবেই তৈরি করা হচ্ছে যাতে ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়েও এর কোনও ক্ষতি না হয়। উল্লেখ্য, বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা নিম্নচাপের রূপ নিতে চলেছে। এরপর তা গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

Cyclone Mocha Named By : ফণী-আমফান-ইয়াসের পর এবার ঘূর্ণিঝড় ‘মোকা’! কারা দিল এই নাম?
পশ্চিমবঙ্গ, ওডিশা এবং বাংলাদেশে ইতিমধ্যেই মোকার মোকাবিলা করার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কলকাতায় লালবাজারের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। ঘূর্ণিঝড়ের সময় কোনও সাহায্যের জন্য সেখানে যোগাযোগ করা যাবে। তবে কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় মোকা, তা এখনও স্পষ্ট নয়। রবিবার বিষয়টির উপর আলোকপাত করতে পারে মৌসম ভবন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *