Howrah Station : হাওড়া প্ল্যাটফর্মেই জন্ম গণেশের, উপহারের ডালি সাজিয়ে ‘মুখে ভাত’ দিল GRP – street child rice ceremony organised at howrah railway platform by grp good news


Rail Grp : জন্মস্থান হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম। সেখানেই বড় হয়ে ওঠা। দেখতে দেখতে জন্মের ছয় মাস কেটে গিয়েছে। কিন্তু, জন্ম হোক যথা তথা, আগামী দিনে ওই শিশুর ভালো কর্মের জন্য আশীর্বাদ করলেন হাওড়া স্টেশনের চাইল্ড লাইন ও জিআরপি আধিকারিকরা। আয়োজন করা হল তার অন্নপ্রাশনের। ছোট্ট গণেশের মুখে ভাত দিতে পেরে খুশি সকলেই।

এক পথশিশুর অন্নপ্রাশন অনুষ্ঠান হল হাওড়া স্টেশনে। চাইল্ড লাইন ও হাওড়া জিআরপি-র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাওড়া স্টেশনে এই প্রথম কোনও পথ শিশুর মুখে ভাত খাওয়ানো হল বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা।

Trending News: ২৫ বছরের সঙ্গীর মৃত্যু, পোষ্য টিয়ার পারলৌকিক কাজে কেঁদে ভাসাল পরিবার
মাস সাতেক আগে হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে পুত্র সন্তানের জন্ম দেন টুম্পা দাস। সন্তান জন্মের আগেই তার বাবা মারা যায় বলে জানা গিয়েছে। স্টেশনের চাইল্ড লাইন সংস্থা এবং হাওড়া জিআরপি আধিকারিকরা মা ও সন্তানকে নিজেদের উদ্যোগে হাসপাতালে নিয়ে যান। দু’জনেই সুস্থ হয়ে ফিরে আসে।

টুম্পা দাস স্টেশন চত্বরে হোটেলে কাজ করেন। তাঁর সন্তান গনেশ দাসকে দেখাশোনা করে চাইল্ড লাইনের কর্মীরা। রাতে স্টেশন চত্তরেই মায়ের সঙ্গে রাত কাটায় গনেশ। এভাবেই বড় হয়ে ওঠে সে। ধীরে ধীরে সকলেরই খুব প্রিয় হয়ে ওঠে গনেশ।

Bhabadighi News : ভাবাদিঘি-জটে আটকে তারকেশ্বর-বিষ্ণপুর লাইনের কাজ, এলাকা পরিদর্শনে গিয়ে ফের বিক্ষোভের মুখে রেল আধিকারিকরা
ছয় মাস কেটে যাওয়ায় ঠিক করা হয়, তার অন্নপ্রাশন করা হবে। রবিবার স্টেশনে চাউল্ড লাইনের অফিসে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে মুখে ভাত দেওয়া হয় গণেশের। বেজায় খুশি গণেশের মা সহ উপস্থি অন্যান্যরা। হাওড়া জি আর পি ইন্সপেক্টর সিদ্ধার্থ রায় জানান স্টেশন আর পাঁচটা শিশুর যখন অন্নপ্রাশন হয় তাহলে স্টেশন চত্তরে থাকা শিশুরা কেন বঞ্চিত হবে?

এই ভাবনা থেকেই আজকের অনুষ্ঠান। চাইল্ড লাইনের ডিরেক্টর জর্জ সি জে জানান, পথ শিশুরা যাতে বিপথগামী না হয়, তার জন্য সব সময় নজর রাখা হয়। আর আজকের এই অনুষ্ঠান তাদের ভালোভাবে থাকতে উৎসাহিত করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।

Uluberia Anandamoyee Kalibari : প্রতিষ্ঠা দিবসে সোনার অলঙ্কারে সাজলেন মা আনন্দময়ী, উৎসবের আমেজ উলুবেড়িয়ায়
রবিবার সকাল থেকেই ছোট্ট গণেশকে সাজিয়ে তোলা হয়। চাইল্ড লাইন ও হাওড়া জিআরপি-র উদ্যোগে শিশুটির জন্য একাধিক উপহারের ব্যবস্থা করা হয়। থাকে খাওয়া-দাওয়ার আয়োজন। অনুষ্ঠান দেখতে ভিড় জমান হাওড়া স্টেশনে নিত্য যাত্রীরা। একটি পথ শিশুর অন্নপ্রাশনের আয়োজন দেখে অভিভূত হন তাঁরাও। অনেকেই শিশুটির মঙ্গল কামনায় জন্য প্রার্থনা করে যান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *