Indian Army Siddhant Chettri : ‘গার্ড অফ অনার’ দিয়ে শেষশ্রদ্ধা সিদ্ধান্তকে, চোখের জলে বিদায় জানাল গোটা বিজনবাড়ি – paratrooper siddhant chhetri body reaches home funeral with gun salute


West Bengal News : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অফ অনার’ দিয়ে শেষ বিদায় জানাল হল শহিদ সিদ্ধান্ত ছেত্রীকে। জম্মু থেকে বায়ু সেনার বিশেষ বিমানে তাঁর শবদেহ বাগডোগরা বিমানবন্দরে বায়ুসেনা ছাউনিতে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে সড়কপথে ব্যাংডুবি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়।

ব্যাংডুবি সেনা ছাউনিতে শহিদ সিদ্ধান্ত ছেত্রীর ‘গার্ড অব অনার’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, জেলা প্রশাসনিক আধিকারিক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ভারতীয় সেনার কর্ণেল অঞ্জন কুমার বাসুমাতারি সহ অন্যান্যরা।

Rajouri Encounter : জম্মু থেকে বিজনবাড়ি, কফিন ঘিরে হাহাকার
প্রসঙ্গত, জম্মুর রাজৌরিতে তল্লাশি অভিযানে আতঙ্কবাদী হামলায় মৃত্যু হয় পাঁচ জওয়ানের৷ শহিদ জওয়ানের মধ্যে ছিলেন দার্জিলিংয়ের পুলবাজার ব্লকের কিজম বস্তির বাসিন্দা জওয়ান সিদ্ধান্ত ছেত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধান্ত ছেত্রী ২০১৯ সালে প্যারা কমান্ডো ও পরে ৯ প্যারা এস এফ এ কর্মরত ছিলেন।

গত ১৪ এপ্রিল বিয়ে করে কাজে যোগ দিয়েই শহিদ হলেন সিদ্ধান্ত। সিদ্ধান্তের মৃত্যুতে শোকের ছায়া বিজনবাড়ির কিজম বস্তি এলাকায়। শোকাগ্রস্ত তাঁর পরিবারের সদস্যরা। গোটা গ্রাম এদিন সিদ্ধান্তকে স্যালুট জানাতে হাজির হয়। চোখের জল বাঁধ মানেনি অনেক গ্রামবাসীর। পাহাড়ি যুবক সিদ্ধান্তের জন্য গর্ব করে গোটা বিজনবাড়ি।

Indian Army Darjeeling Jawan : ২ মাসের বিবাহিত জীবন শেষ! সিদ্ধান্তের মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন স্ত্রী, শোকস্তব্ধ বিজনবাড়ি
জম্মুর রাজৌরির ঘটনায় বাকি যে চারজন শহিদ হয়েছিলেন তার মধ্যে এক জন জম্মু কাশ্মীরের, ২ জন হিমাচল প্রদেশের, এক জন জওয়ান উত্তরাখণ্ডের বাসিন্দা৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শনিবার রাজৌরির ঘটনায় পরিদর্শনে যান। জওয়ান শহিদ হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সেনা সূত্রে খবর, প্যারা কমান্ডো বাহিনীর সদস্য ছিলেন দার্জিলিংয়ের পালবাজারের বাসিন্দা জওয়ান সিদ্ধান্ত ছেত্রী। ২০১৯-এ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর থেকে একাধিক জঙ্গি মোকাবিলার অপারেশনে যোগ দেন সিদ্ধান্ত। ২০২১ সালে উত্তীর্ণ হয়েছিলেন রাইফেলম্যান সিদ্ধান্ত।

Indian Army Darjeeling : কাশ্মীরে সেনা-জঙ্গি লড়াইয়ে মৃত বাংলার তরুণ জওয়ান, গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, গত শুক্রবার রাজৌরির কান্দি জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। জঙ্গিদের সেনারা ঘিরে ফেলে। এরপর শুরু হয় গুলির লড়াই। লড়াইয়ের মাঝে জঙ্গিদের ছোড়া IED বিস্ফোরণে প্রাণ হারান দুজন জওয়ান। গুরুতর আহত হন আরও তিনজন জওয়ান। আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে মৃত্যু হয় বাকি তিন জওয়ানের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *