Kurmi Community : অশান্তি ছড়ালে তাঁকেই দায়িত্ব নিতে হবে, TMC বিধায়কের মন্তব্যে হুঁশিয়ারি কুড়মি নেতার – kurmi community leader rajesh mahato criticized tmc mla ajit maity comment


Paschim Medinipur : কুড়মি আন্দোলনকারীদের একাংশকে ‘খলিস্তানি’ নেতাদের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়ে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জঙ্গলমহলে অশান্তি ছড়ালে অজিত মাইতিকেই দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতোর।

মেদিনীপুরের এক সভায় কুড়মি আন্দোলনের বিরোধিতার ডাক দেওয়ার পাশাপাশি কুড়মি আন্দোলনের নেতাদের সঙ্গে ‘খালিস্তানি’ নেতাদের তুলনা টানেন অজিত মাইতি। এর পরিপ্রেক্ষিতে কুড়মি সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। কুড়মি রাজ্য সভাপতি রাজেশ মাহাতোর বক্তব্য, হকের দাবিতে লড়াই করলেই কেন শাসকের রোষের মুখে? তৃণমূল বিধায়কের মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি।

Kurmi Protest Ajit Maity : ‘খালিস্তানিদের মতো আচরণ…’, কুড়মি আন্দোলন নিয়ে তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক
রাজেশ মাহাতো বলেন, “উনি যেটা বলেছেন, ওঁর মতো বর্ষীয়ান নেতার কাছ থেকে এটা কাঙ্ক্ষিত নয়। এই ধরনের উস্কানিমূলক বক্তব্যে যদি অশান্তির বাতাবরণ তৈরি হয় জঙ্গলমহলে, তার দায়িত্ব নিতে হবে অজিত দা’কেই।” এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জঙ্গলমহলে আসেন, যথেষ্ট বিনয়ের সঙ্গে কথা বলেন, সেটা অজিত মাইতিকে অনুসরণ করা উচিত বলে জানান তিনি।

প্রসঙ্গত, তৃণমূলের একটি সভা থেকে তৃণমূল বিধায়ক অজিত মাইতিকে বলতে শোনা যায়, “কিছু স্বঘোষিত কুড়মি নেতা স্বঘোষিত খালিস্তানি নেতাদের মতো কুড়মি ভাইবোনেদের ভুল বুঝিয়ে… আমার ধারণা বিজেপি তাদের উস্কানি দিয়ে, সিপিএম তাদের উস্কানি দিয়ে দিল্লিতে কুড়মি ভাইদের আন্দোলন করতে দিচ্ছে না, যা করার এই বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে।” এই বক্তব্যের পরেই শুরু হয়ে যায় বিতর্ক।

TMC Conflict : রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, অভিষেকের পশ্চিম মেদিনীপুর সফরের আগেই গোষ্ঠীদ্বন্দ্ব!
মূলত, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করা সহ তাঁদের জনজাতির একাধিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। একাধিক জায়গায় রাস্তা অবরোধ, রেল অবরোধ করে দফায় দফায় আন্দোলনের পথে নামতে দেখা যায় তাঁদেরকে।

এরই মাঝে জঙ্গল মহলের একাধিক জায়গায় রাজনৈতিক দলগুলোর দেওয়াল লিখন বনধের ব্যাপারে পদক্ষেপ করতে শুরু করেছে কুড়মি সমাজের প্রতিনিধিরা। গ্রামের বাসিন্দাদের বাড়ির দেওয়ালে রাজনৈতিক প্রচারও বন্ধ করতে চান তাঁরা। ভোটের জন্য দেওয়াল দখল বন্ধ করতে দেওয়াল লিখেই হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজ।

TMC Leader : ‘এমন মার মারব…’, পাণ্ডুয়ায় প্রকাশ্য সভায় BJP-কে হুমকি তৃণমূল নেতার
এই ঘটনার পরেই তৃণমূলের বিধায়কের কড়া প্রতিক্রিয়ায় শুরু হয় নতুন করে বিতর্ক। কুড়মি সমাজের প্রতিনিধিদের ‘খলিস্তানি’দের সঙ্গে তুলনা করায় বিতর্ক আরও বৃদ্ধি পায়। আগামী দিনে এই ইস্যুতে আবারও বড় আন্দোলন হতে পারে বলে আভাস শোনা যায় কুড়মি রাজ্য সভাপতির গলায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *