Kurmi Protest Ajit Maity : ‘খালিস্তানিদের মতো আচরণ…’, কুড়মি আন্দোলন নিয়ে তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক – tmc leader ajit maity attacks one section of kurmi leaders as khalistani leader


কুড়মি আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা তথা পিংলার বিধায়ক অজিত মাইতি। কুড়মি আন্দোলনের বিরোধিতার ডাক দেওয়ার পাশাপাশি কুড়মি আন্দোলনের নেতাদের সঙ্গে ‘খালিস্তানি’ নেতাদের তুলনা টানেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর। অজিতের এই মন্তব্য সামনে আসার পরই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

শনিবার মেদিনীপুরে জেলা তৃণমূলের তরফে সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। মন্ত্রী মানস ভুঁইয়া, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ জেলা তৃণমূলের শীর্ষনেতারা সেই সভায় উপস্থিত ছিলেন। সেই সভা থেকে কুড়মি আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক।

Sonali Guha Mamata Abhishek Banerjee : ‘অভিষেক আমার লেভেলের নয়….’, বিস্ফোরক মমতার প্রাক্তন ‘ছায়াসঙ্গী’ সোনালি
অজিত বলেন, ‘আমরা কুড়মি ভাইদের বিপক্ষে নই। কিন্তু কিছু কিছু কুড়মি নেতা খালিস্তানি নেতাদের মতো কুড়মি ভাই-বোনদের ভুল বোঝাচ্ছে। বিজেপি-সিপিএমেরও উস্কানি থাকতে পারে। কুড়মিরা এসটির তকমা চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই মর্যাদা দেওয়ার মালিক নন। তিনি মন্ত্রিসভায় পাশ করে দিল্লিতে পাঠিয়েছেন। এখন দিল্লিকে এই নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

অজিত আরও বলেন, ‘যাঁরা মানুষের সরকারকে টেনে নামানোর চেষ্টা করছে, তাঁদের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনে সামিল হব। সরকার বিরোধী এই আন্দোলনে কোথাও আমরা মদত দেব না। কুড়মিদের বোঝান যে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার তাঁদের পাশে রয়েছে।’

TMC Conflict : রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, অভিষেকের পশ্চিম মেদিনীপুর সফরের আগেই গোষ্ঠীদ্বন্দ্ব!
এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কুড়মি সম্প্রদায়ের নেতা বিপ্লব মাহাতো। তিনি বলেন, ‘হক বুঝে নেওয়ার চেষ্টা করলেই কেউ বলছে মাওবাদী, কেউ আবার বলছে খালিস্তানি। হক বুঝে নেওয়া অধিকার কি নেই আমাদের?’

পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সহসভাপতি শঙ্কর গুছাইত এই নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস আদিবাসী ও জনজাতি বিরোধী। আজ প্রমাণ হল সেটা। অজিতবাবু যে ভাষায় কথা বলছেন, সেটা কোনও সভ্য সমাজে মানা যায় না। কুড়মিদের অপমান করার অধিকার অজিতবাবুদের নেই।’

Abhishek Banerjee : তাঁবু খাটিয়ে দিল্লি-দরবারে অবস্থান, হুঁশিয়ারি অভিষেকের
বেশ কয়েকদিন ধরেই কুড়মি আন্দোলন ঘিরে উত্তপ্ত গোটা রাজ্য। কখনও রাস্তা অবরোধ বা কখনও রেল রোকোর ডাক দিয়ে নিজেদের দাবি দাওয়া আদায়ের চেষ্টা করছে কুড়মি সংগঠনগুলি। যদিও তাঁদের অবরোধের কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষকে।

কুড়মি সংগঠনগুলির দাবি, তফসিলি উপজাতির তালিকাভুক্তির ক্ষেত্রে CRI রিপোর্টের উপর রাজ্যকে কেন্দ্রের কাছে জাস্টিফিকেশন রিপোর্ট পাঠাতে হবে। এই নিয়ে সরকারের সঙ্গে বৈঠকেও কোনও ফল মেলেনি। আগামী দিনে কুড়মি আন্দোলন কোন পথে যায়, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *