Migraine Pain : মাইগ্রেনের অসহ্য ব্যথা, যন্ত্রণা মেটাতে নিজেকেই শেষ করলেন হাওড়ার যুবক! – howrah young man takes his life due to headache says family


মাইগ্রেনের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী হল এক যুবক। রবিবার হাওড়া জেলার ব্যাঁটরা থানা এলাকার টিকিয়াপাড়াতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গলায় বৈদ্যুতিন তার জড়িয়ে আত্মঘাতী হয়েছে দৌলত আলি মোল্লা (২৯) নামের ওই যুবক। এই ঘটনায় টিকিয়াপাড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস সংলগ্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ব্যাঁটরা থানার পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাঁটরা থানার পুলিশ। এই ঘটনার পিছনে যুবকের অসুস্থতা না অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Road Accident : বিরিয়ানি ডেলিভারি করতে গিয়েই সব শেষ! অভিজিতের মৃ্ত্যুতে ‘রহস্য’ দেখেছে পরিবার
যদিও মৃত যুবকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যা ছিল। এমনকী চিকিৎসা করিয়েও কোনও সুরাহা হচ্ছিল না। সেই কারণে সে এমন চরম সিদ্ধান্ত নিয়েছে। মৃত দৌলতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাইগ্রেনের তীব্র ব্যাথার জন্য সে কোনও কাজ ঠিক করে করতে পারত না।

মৃত যুবকের পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন দৌলতের মাইগ্রেনের সমস্যা বেড়েছিল। যন্ত্রনা সহ্য করতে পারছিলনা। শনিবার সারারাত মাথার যন্ত্রণায় ঘুমাতে পারেনি দৌলত। পরিবার সূত্রে খবর, রবিবার ভোরে দৌলত ঘর থেকে বৈদ্যুতিন করাত চলার আওয়াজ শুনতে পাওয়া যায়। পরিবারের সদস্যরা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় দৌলতের মৃতদেহ পড়ে থাকতে দেখে।

Howrah News : ভিখারি সেজে গৃহস্থ বাড়িতে চুরির চেষ্টা! কোলের বাচ্চা সমেত হাতেনাতে ধৃত দম্পত্তি
মৃতদেহের পাশেই বৈদ্যুতিন করাত পড়ে থাকায় তাদের অনুমান মাইগ্রেনের যন্ত্রণা সহ্য করতে না পেরে দৌলত নিজের গলায় করাত চালিয়ে আত্মঘাতী হয়েছে। বাড়ির ছেলের মৃত্যুর ঘটনায় বাড়িতে কান্নার রোল ওঠে। পরিবারের তরফে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে ব্যাঁটরা থানার পুলিশ। তাঁরা এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Behala : সাঁতার জেনেও ডুবে মৃত্যু! বেহালার ছাত্রের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
স্থানীয় বাসিন্দা রেহমত আলি বলনে, ‘ছেলেটা খুব ভালো ছিল। কিন্তু কয়েকদিন ধরে অসুস্থ ছিল বলে শুনেছিলাম। অসুস্থতার কারণে এমন কেউ করে নাকি! আরও চিকিৎসকের পরামর্শ নিতে পারত। কিছু না কিছু এটা উপায় নিশ্চয়নই বেরিয়ে আসত। খুবই খারাপ লাগছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *