Nadia News : জামা কেনা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য, জন্মদিনেই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার নদিয়ায় – a college student body found at santipur police area


West Bengal News : সাজানো হয়েছিল ঘর। পছন্দের পোশাক কেনাকাটা হয়েছিল। প্রস্তুত ছিল জন্মদিন পালনের সবরকম আয়োজন। তারই মাঝে জন্মদিনের কেক কাটার কয়েক ঘণ্টা আগেই ঘর থেকে উদ্ধার হল এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ। মর্মান্তিক ঘটনা নদিয়া জেলায়। মৃত ছাত্রীর নাম কোয়েল হালদার, বয়স ২০ বছর। ঘটনায় শোকের ছায়া পরিবারে।

পুলিশের অনুমান, নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বড়বাজার এলাকায়। সূত্রের খবর, বড় বাজার এলাকার ওই যুবতী কোয়েল হালদার বর্তমানে কল্যাণী মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে ছাত্রী ছিলেন।

Dakshin 24 Parganas : উস্তিতে রাস্তার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট, মৃত ১
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল তাঁর ২০ তম জন্মদিন ছিল। পরিবারের তরফ থেকে জন্মদিন উপলক্ষে কেনাকাটা শুরু করেছিল। ওই ছাত্রীর জামা কাপড় থেকে শুরু করে জন্মদিন পালনের বেলুনও কেনা হয়ে গিয়েছিল।

জানা যায়, যে ঘরে তার জন্মদিন পালন হবে সেই ঘরটিকে সাজিয়ে তুলেছিল পরিবার। মেয়েকে নিয়ে বাজার সেরে গতকাল আনুমানিক রাত দশটা নাগাদ বাড়ি ফেরে তাঁর বাবা। মেয়ে দোতলার ঘরে একাই ছিল বলে জানা যায়। কিছুক্ষণ পর ডাকাডাকি করতে কোনও সাড়াশব্দ না মেলায় জানালা দিয়ে দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে মেয়েটি।

চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। অভিযোগ শুনে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভিতরে গিয়ে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয়।

Nadia News : ব্যাঙ্ক আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য
এ বিষয়ে আত্মঘাতী ওই ছাত্রীর মা মামণি হালদার জানান, ইদানিং মেয়ে একটু অন্যরকম হয়ে গিয়েছিল। আগের তুলনায় তাঁর রাগ অত্যন্ত বেড়ে গিয়েছিল। শনিবার বাজার করার সময়ও জামা কেনা নিয়ে মজা করে সামান্য একটু কথা কাটাকাটি হয়। মেয়ে বাড়িতে এসে বলেছিল, “আমার জন্য কাউকে কিছু কিনতে হবে না।”

এরপরই এমন ঘটনা ঘটিয়ে ফেলে ওই যুবতী। মেয়ের কেন হঠাৎ এমন পরিবর্তন ঘটল সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পরিবারের সদস্যরা। রবিবার মৃতদেহটি রানাঘাট মহাকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে নিছক আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে তারও তদন্ত শুরু করেছে পুলিশ।

Nadia News : উপড়ে নেওয়া হয়েছে চোখ! নদিয়ায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারে রহস্য
অন্যদিকে, নদিয়া জেলায় শান্তিপুর তিন নম্বর রেলগেট সংলগ্ন একটি লিচু বাগানে গাছের ডালের থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা যায়, মৃত ব্যক্তির নাম শিব শংকর চক্রবর্তী, বয়স আনুমানিক ৬০ বছর। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে, সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পরিবার সূত্রে জানা যায়, শিবশঙ্কর চক্রবর্তী মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বৃহস্পতিবার সকাল নিখোঁজ ছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *