দুই পুত্রের সঙ্গে হামেশাই সময় কাটাতে দেখা যায় করিনাকে (Kareena Kapoor)। সইফও একেবারেই ফ্যামেলিম্যান। বড় পুত্র তৈমুরের সঙ্গে তাঁকে মাঝে মাধ্য়েই দেখা যায়। তবে সুযোগ পেলে নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে একেবারেই ভোলেন না সইফ করিনা। আর এই উইকেন্ডে তেমনই ভাবে নিজেদের মতো কিছুটা সময় কাটালেন তারকা দম্পতি।