Amdanga Shootout : আমডাঙায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ – local trinamool worker injured in amdanga shoot out


North 24 Parganas :শ্যুট আউট উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা এলাকায়। স্থানীয় এক তৃণমূল কর্মী গুলি লেগে গুরুতর আহত হয়েছেন বলে খবর। আহত তৃণমূল নেতার নাম আবু তোয়েব। গুরুতর আহত অবস্থায় তাঁকে বারাসতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ।

Titagarh Shootout : টিটাগড়ে ভরদুপুরে শ্যুট আউট, গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী
জানা গিয়েছে, তৃণমূল নেতা আবু তোয়েব সন্তোষপুর থেকে বাইক চালিয়ে ঘুরিগাছি গ্রামের বাড়ি ফিরছিলেন। মাঝপথেই মথুরা এলাকায় গুলিবিদ্ধ হন এই তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, এক রাউন্ড গুলি চলে। ডান হাতের কব্জিতে গুলি লাগে তাঁর। দুষ্কৃতীরা গুলি করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

গুলি চলার আওয়াজ শুনেই ঘটনাস্থলে হাজির হন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি করে। যদিও কে বা কারা গুলি করেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় আমডাঙার বোদাই পঞ্চায়েত এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ।

Kharagpur Shootout : ফের খড়গপুরে শ্যুট আউট, ব্যাঙ্ক কর্মীকে লক্ষ্য করে চলল গুলি! আতঙ্ক রেল শহরে
স্থানীয় তৃণমূল কর্মী মোস্তাক আহমেদ মণ্ডল জানান, আবু তোয়েব জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস দল করে। চাষবাসের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন আবু তোয়েব। দলে কোনও নির্দিষ্ট পদে না থাকলেও সক্রিয় তৃণমূল কর্মী তোয়েব।

Dakhineswar Shoot Out: দক্ষিণেশ্বরে শ্যুট আউট, ব্যাঙ্ক ডাকাতিতে অভিযুক্তদের ধরতে গিয়ে গুলিবিদ্ধ এক সিভিক
মোস্তাক আহমেদ মণ্ডল আরও জানান, মানুষের শত্রু তো থাকতেই পারে, তবে কার সঙ্গে শত্রুতার জন্য এই ঘটনা ঘটল তা জানা নেই। রাজনীতি করলে তার শত্রু থাকবেই। তবে এলাকায় বিরোধী বলে কেউ নেই। নিজেদের মধ্যেই অর্থাৎ দলের কেউ মারল কিনা তা তোয়েব ছাড়া কেউ বলতে পারবে না বলে দাবি তৃণমূল নেতার।

West Bengal Local News: মুর্শিদাবাদ শ্যুট আউটে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অবস্থা আশঙ্কাজনক
ঘটনার পরেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান আমডাঙা থানার পুলিশ সহ পুলিশ আধিকারিকরা। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় রাস্ত সাড়ে নটা নাগাদ এই ঘটনা ঘটে। এলাকা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন তোয়েব। সেইসময় অপর এক বাইক এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকায় পরিচিত এক তৃণমূল কর্মীকে কে বা কারা সেই নিয়ে ধন্দে স্থানীয়রা।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য যুব কংগ্রেস সম্পাদক নীলাভ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পশ্চিমবঙ্গ জুড়ে গোলা বারুদ, বোমের কারখানায় পরিণত হয়েছে। যা বারংবার কংগ্রেস বলে আসছে। আমডাঙার ঘটনাও বিচ্ছিন্ন নয় বলে মনে করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *