Barrackpore Police Commissionerate : গাড়ি-বাইক নয়, দুষ্কৃতী ধরতে কয়েক দশক আগের পন্থা নিচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট – barrackpore police commissionerate start beat policing on several areas


গাড়ি নয়, এবার থেকে সাইকেল নিয়ে নজরদারি চালাবে পুলিশ। কড়া হাতে আইন নিয়ন্ত্রণের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকার ছটি থানায় ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ‘বিট পুলিশিং’। এই পুলিশি ব্যবস্থা আগামী দিনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা।কী এই বিট পুলিশিং? জানা গিয়েছে, ব্যারাকপুর কমিশনারেটের যে সব এলাকা স্পর্শকাতর, সেই সব এলাকায় টহল দেবে পুলিশ। এক একটি এলাকার জন্য থাকছেন একজন করে কনস্টেবল। প্রত্যেককে কমিশনারেটের তরফে একটি করে সাইকেল দেওয়া হয়েছে। সেই সাইকেলে করেই নির্দিষ্ট এলাকায় যাবেন পুলিশকর্মীরা।

Hooghly Theft Incident : উত্তরপাড়ায় ২ দোকানে ভয়বহ চুরির ঘটনা, খোয়া গেল লক্ষাধিক টাকার সামগ্রী
সেখানে গিয়ে সাইকেল রেখে পায়ে হেঁটে ঘুরবেন পুলিশকর্মীরা। উর্দি পরেই সবসময় এলাকায় যেতে হবে। ইতিমধ্যে দেখা গিয়েছে, সাইকেল রেখে পায়ে হেঁটে পুলিশের পোশাকে ঘুরছেন কনস্টেবলরা। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন। এ ছাড়াও মন্দির-মসজিদ কমিটি, রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। পাশাপাশি, এলাকার প্রবীণদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথাও জানার চেষ্টা চলছে।

ব্যারাকপুর পুলিশ কমিশনার সূত্রে খবর, এভাবেই, এলাকার সমাজবিরোধীদের সম্পর্কে খোঁজখবর রাখারও কাজ করবেন এই পুলিশকর্মীরা এবং নির্দিষ্ট তথ্য থানায় গিয়ে জানাবেন। সাইকেল নিয়ে পুলিশকর্মীরা আদৌ থানায় যাচ্ছেন কিনা সেই নিয়ে খোঁজ খবর নেওয়া হবে। তা জানতে যন্ত্রের মাধ্যমে পুলিশকর্মীদের ট্র্যাক করা হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, এলাকার মানুষদের থেকে স্বাক্ষরও করিয়ে আনতে হচ্ছে ওই পুলিশকর্মীদের।

Siliguri News : দুধ সাদা গাড়িতে মাদক পাচারে গ্রেফতার দম্পতি
আপাতত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ছ’টি থানা এলাকায় এই বিট পুলিশিং সিস্টেম চালু হয়েছে। যার মধ্যে রয়েছে খড়দহ, টিটাগড়, কামারহাটি, জগদ্দল, ভাটপাড়া এবং হালিশহর। প্রতিটি থানায় পাঁচ থেকে আট জন করে বিট পুলিশ থাকছেন। এক একটি এলাকার জন্য এক জন করে পুলিশকর্মী থাকবেন বলে জানা গিয়েছে।

Nadia News : জামা কেনা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য, জন্মদিনেই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার নদিয়ায়
এ ধরনের বিট পুলিশিংয়ের মাধ্যমে এলাকাভিত্তিক অনেক খবর থানা পেতে শুরু করেছে বলে দাবি পুলিশকর্তাদের। কমিশনারেটের এক পুলিশকর্তার কথায়, ‘কোনও কমিশনারেট বা জেলা পুলিশ এলাকায় এ হেন বিট পুলিশিং আগে কখনও হয়েছে বলে জানা নেই। আগামী দিনে এই পদ্ধতি যথেষ্টই ফলপ্রসু হবে বলে আমাদের মনে হচ্ছে। ফল মিললে অন্যান্য থানা গুলিতেও।’ এই পদ্ধতি ব্যবহার করে এলাকার শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হবে বলেই জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *