Calcutta High Court : ‘স্বরাষ্ট্রসচিবকে তলব করলে দেখব কী করেন’, ময়নাকাণ্ডে হাইকোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্র – calcuuta high court slams central government for not giving security to bjp leader family


কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় সরকার। ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনায় নির্দেশ দেওয়ার পর এখনও পরিবারগুলিকে কেন্দ্রীয় নিরাপত্তা না দেওয়ায় ক্ষুব্ধ আদালত। সোমবার আদালতে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা।বিচারপতি জানিয়েছেন, ৩ মে আদালত এই নিয়ে নির্দেশ দেওয়ার পর রাজ্য সরকার তাদের নিরাপত্তা তুলে নিয়েছে। তাসত্ত্বে এখনও কেন মৃত ও তাঁর প্রতিবেশীর পরিবারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল না, সেই নিয়ে প্রশ্ন তোলে আদালত।

এদিন আদালতে বিচারপতি রাজাশেখর মান্থা কড়া সুরে বলেন, ‘কেন্দ্রীয় সরকার কি আইনের ঊর্ধ্বে? এটা কেন্দ্রের প্রবণতা। আন্দামানের ক্ষেত্রেও দেখেছি। কলকাতাতেও একই জিনিস দেখছি। কোনওভাবে পাশ কাটানোর চেষ্টা করে কেন্দ্র। নিজেদের আইনের ঊর্ধ্বে ভাববেন না। কেন এখনও পরিবারগুলিকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়নি? প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রকের সচিবকে তলব করা হবে। তখন দেখব কী করেন!’

এদিন শুনানির পর বিচারপতি মান্থা আরও বলেন, ‘এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়, যে আদালতের নির্দেশের পর এখনও কেন্দ্রীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হল না। কেন্দ্রের থেকে এই গা ছাড়া মনোভাব মোটেই আশা করা যায় না। যা করেছেন এখনও অবধি, তা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার জন্য যথেষ্ট।’

Moyna BJP Leader Death : ময়নার BJP নেতার রহস্যমৃত্যু, দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ বিচারপতি মান্থার
মৃত বিজেপি নেতার পরিবারের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় এদিন আদালতে জানিয়েছেন, ময়নার বিজেপি নেতার মৃত্যুতে দ্বিতীয় ময়না তদন্তের পরে আরও বেশ কিছু ধারা যুক্ত করার পরামর্শ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু নিম্ন আদালতে আর্মস অ্যাক্ট যুক্ত করার আবেদন করা হয়েছে।

অন্যদিকে এদিন আদালতে দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্ট জমা দেয় আদালত। আদালতের নির্দেশ, ওই রিপোর্টের সঙ্গে তমলুক হাসপাতালের প্রথম ময়নাতদন্ত রিপোর্ট দিতে হবে সব পক্ষকে।

Moyna BJP Leader Death : ময়নায় খুনে শুভেন্দুকে জেরা করা হোক, দাবি তৃণমূলের
অন্যদিকে রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় আদালতে এদিন জানিয়েছেন, কমান্ড হাসপাতালের রিপোর্টের সঙ্গে তমলুক হাসপাতালের রিপোর্টের কোনও ফারাক নেই। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, মৃত বিজেপি নেতার পরিবার তদন্তে পুলিশকে সহযোগিতা করছে না। বরং বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে আপত্তি জানাচ্ছে। আদালত মৃতের পরিবারকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে।

Moyna BJP Leader Death: ময়নায় বিজেপি বুথ সভাপতি খুনে গভীর রাতে গ্রেফতার তৃণমূল নেতা
উল্লেখে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁকে গুলি করে খুন করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। ইতিমধ্যেই এই ঘটনায় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। আগামী দিন তদন্ত কোন দিকে যায়, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *