Kolkata Traffic News Today : IPL সঙ্গে মিটিং-মিছিল, দ্রুত অফিস-স্কুল-কলেজে পৌঁছতে এড়িয়ে চলবেন কোন কোন রাস্তা? – kolkata traffic update 8 may details is here


সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন। একদিকে যেমন অফিস-স্কুল-কলেজে যাওয়ার ব্যস্ততা, অন্যদিকে এই দিনই রয়েছে IPL-ও। ফলে রাস্তায় ট্রাফিকের উপর চাপ থাকতে পারে। রয়েছে কিছু মিছিলও। সেক্ষেত্রে সকালে সাত তাড়াতাড়ি অফিস যাওয়ার জন্য কোন কোন পথ এড়িয়ে চলবেন? ঠিক কী জানাচ্ছে আজকের ট্রাফিক আপডেট?

কলকাতায় ট্রাফিকের হালহকিকত…
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন সকাল থেকেই রাস্তায় যানচলাচল মোটের উপর স্বাভাবিক। কোথাও দুর্ঘটনা ঘটেনি বা অতিরিক্ত যানজটের কোনও সমস্যা নেই। যানচলাচল সর্বত্র স্বাভাবিক।

Kolkata Traffic Update Today : দিনভর একাধিক রাজনৈতিক কর্মসূচি, যানজট এড়িয়ে অফিস পৌঁছতে এড়াবেন কোন কোন পথ?
এদিন সাড়ে ১১টার সময় মির্জা গালিব স্ট্রিট খাদ্যভবনে একটি মিটিং রয়েছে। সেখানে ১০০ থেকে ১২০ জনের মতো উপস্থিত থাকতে পারে। ফলে সংশ্লিষ্ট রাস্তায় ট্রাফিকের উপর চাপ তৈরি হতে পারে। যদিও পুলিশের তরফে জানানো হচ্ছে, সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখার জন্য যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে।

বিকেল সাড়ে পাঁচটার সময় সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল যেতে পারে। ফলে এমজি রোড এবং সংশ্লিষ্ট রাস্তায় পড়তে পারে চাপ। অন্যদিকে, এদিন IPL রয়েছে ইডেনে। মুখোমুখি হতে চলেছেন নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস। এদিনের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য ইতিমধ্যেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

Mocha Cyclone Live : ঘূর্ণিঝড়ের আগেই ফের বাংলার তাপমাত্রা ছোঁবে ৪০ ডিগ্রি! বড় আপডেট হাওয়া অফিসের
ফলে রাস্তায় ট্রাফিকের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে। যদিও নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইডেন চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রসঙ্গত, নতুন করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চড়ছে তাপমাত্রার পারদ।

ঘূর্ণিঝড় মোকা নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছিল। তা ফের একবার বাংলাকে লণ্ডভণ্ড করে দিতে পারে, এই নিয়ে আশঙ্কা তৈরি হলেও হাওয়া অফিসের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ১১ তারিখ পর্যন্ত মোকার কোনও প্রভাব সরাসরি পড়বে না বাংলায়।

Ajker Weather : ফের ৪০ ডিগ্রির গরমে পুড়বে বাংলা, ঘূর্ণিঝড় মোকার প্রভাবে ঝড়-বৃষ্টি কবে?
কিন্তু, মোকার পরোক্ষ প্রভাবে রাজ্যে বাড়ছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পারদ আগামী ৪৮ ঘণ্টায় উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে, মত আবহাওয়াবিদদের। এমনকী, কিছু কিছু এলাকায় তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি পর্যন্ত।

অতীতে রাজ্যে যখন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় দুপুরের দিকে সেভাবে বাস বা অন্যান্য যান পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছিল যাত্রীদের। নতুন করে যাতে সেই সমস্যা তৈরি না হয়, সেই আর্জি জানিয়েছেন যাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *