Mamata Banerjee : মণিপুরে ‘বন্দি’-দের ফেরাতে তৎপর সরকার, নবান্নে কন্ট্রোল রুম মমতার – mamata banerjee said that control room has been opened at nabanna to monitor the situation in manipur


মণিপুর থেকে রাজ্যের পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য তৎপর রাজ্য সরকার। নবান্নে চালু করা হল ২৪ x ৭ কন্ট্রোল রুম। 033 2214 – 3526 / 033 2253 5185 নম্বর দুটি চালু রাখা হচ্ছে সর্বক্ষণ। পড়ুয়াদের ফিরিয়ে আনতে তাঁদের ‘সেফ প্যাসেজ’ দেওয়ার জন্য মণিপুর সরকারকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mocha Cyclone: বাংলাদেশ হয়ে মায়ানমার যাবে ঘূর্ণিঝড় মোকা: মমতা
নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত মোট ২৫ জন পড়ুয়াকে রাজ্যে ফিরিয়ে আনা গিয়েছে। তবে এখনও ৬৮ জনেরও বেশি ছাত্র-ছাত্রী ইমফলে আটকে আছে বলে খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ১৮ জন (Central Agricultural University Imphal), আইআইটিতে ৫ জন (IIIT), এনআইআইটিতে ১৩ জন (NIIT), মণিপুর স্পোর্টস একাডেমিতে ১৪ জন, মণিপুর ইউনিভার্সিটিতে ৭ জন, জওহর লাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ৬ জন, রিজিয়নাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (Regional Institute of Medical Science) ২৩ জন ছাত্র-ছাত্রী আটকে রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

Manipur Violence News : মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ফেরার পথে আক্রান্ত BJP বিধায়ক, অগ্নিগর্ভ মণিপুর
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “ আমরা মণিপুর সরকারকে অনুরোধ করেছি, সেফ প্যাসেজ দেওয়ার জন্য। যাতে তাঁদের আমরা নিরাপদে নিয়ে আসতে পারি। ইন্ডিয়ান আর্মি, আসাম রাইফেলস-এর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।” পুরো পরিস্থিতির উপর সর্বক্ষণের জন্য নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।

Nabanna Help Line Number : মণিপুর থেকে উদ্ধারের জন্য বড় ঘোষণা মমতার, হেলপ লাইন নম্বর চালু নবান্নের
পাশাপাশি, মণিপুর থেকে কলকাতা হয়ে একাধিক পড়ুয়া নিজের রাজ্যে ফিরছেন। তাঁদের জন্যেও রাজ্যের তরফে সুব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। কলকাতায় হল্ট দেওয়া তাঁদের জন্য ‘থাকা-খাওয়ার’ ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের অনেক ছাত্র-ছাত্রী কলকাতা হয়ে বাড়ি ফিরছেন।

Manipur Violence News : মণিপুরে দ্রুত শান্তি, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছি: এন বিরেন সিং
সল্টলেক স্টেডিয়াম বা ইয়ুথ হোস্টেলে তাঁদের রাখার ব্যবস্থা করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের ১৪০ জন ছাত্র-ছাত্রী আছেন, রাজস্থানের ৩০ জন আছেন, তেলেঙ্গানার ২৬ জন আছেন কলকাতাতে। সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে এই পড়ুয়াদের নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের তরফে অনুরোধ জানানো হয়েছে।

Manipur Violence: অগ্নিগর্ভ মণিপুরের আইন-শৃঙ্খলা হাতে নিল কেন্দ্র, উদ্বেগপ্রকাশ মমতার
সোমবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, স্থানীয় প্রশাসনের সহায়তায় সকালে বিমানে তাঁদের ইম্ফল থেকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। এরপরে রাজ্য সরকারের উদ্যোগে তাদের নিজেদের বাড়িতে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। আটকে থাকা পড়ুয়াদের পরিজনেরা নবান্নে চালু হওয়া হেল্প লাইনে ফোন করে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তারপরেই এই পড়ুয়াদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

N Biren Singh : মায়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশ, ঠেকাতে কড়া ব্যবস্থার ভাবনা মণিপুরের মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। মণিপুরের দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে চূড়ান্ত অশান্তি হয় মণিপুরের একাধিক জায়গায়। সংঘর্ষে এখনও পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *