Minakshi Mukherjee : মীনাক্ষীর বক্তব্য শুনতে ভিড় গুপ্তিপাড়ায়, কি-প্যাড ফোনেই কর্মীরা ধরে রাখলেন কমরেডকে! – cpim cadres are happy to see minakshi mukherjee at their area in hooghly


Hooghly News : সোমবার হুগলির গুপ্তিপাড়ায় ‘চোর তাড়াও জনগণের পঞ্চায়েত গড়ে তোলো’, এই দাবিতে প্রকাশ্য জনসভা করে CPIM। সেই জনসভায় প্রধান বক্তা ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন মীনাক্ষীকে সামনে পেয়ে, তাঁর বক্তব্য শুনে বেশ উজ্জীবিত হয়ে ওঠেন এলাকার বাম কর্মীরা। আজ হাতে কিপ্যাড মোবাইল দিয়েই মঞ্চের নিচে দাঁড়িয়ে প্রিয় নেত্রীর ছবি ফোন বন্দি করার চেষ্টা করেন সভায় আসা একদল মানুষ।

তাঁদের হয়তো স্মার্ট ফোন নেই। স্মার্ট ফোনের মতো হয়ত বড় স্ক্রিনও নেই। ছোট্ট স্ক্রিনেই চলে ছবি ধরে রাখার প্রচেষ্টা। হোক না ছবি অস্পষ্ট! তবুও প্রিয় নেত্রী যখন জনসভায় বক্তব্য রাখছেন, তখন ক্যামেরা বন্দি তো করতেই হয়! সোমবার কানায় কানায় ভরে ওঠে জনসভার মাঠ।

DYFI Protest : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, মগরায় বিক্ষোভ DYFI-র
স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন বাম নেত্রী তথা DYFI-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। স্টেজের নিচে দাঁড়িয়েছিলেন অনেক লোক। শুনছিলেন নেত্রীর বক্তব্য। ঠিক তখনই দেখা যায় কয়েকজনকে নেত্রীর ছবি মুঠোফোনে বন্দি করতে। এদের মধ্যেই একজন হলেন হুগলির কুন্তীঘাটের বাসিন্দা সুকুমার দাস। তিনিও এসেছিলেন মীনাক্ষীর জনসভায়।

স্মার্টফোন নেই তাতে কী? প্রিয় নেত্রীর কথা ধরে রাখলেন, তাঁর নিজের আড়াই ইঞ্চি স্ক্রিনের ফোনে। এই বিষয়ে তিনি বলেন, “স্মার্টফোন ব্যবহার ঠিক করতে পারি না। তাছাড়া ওই ফোন অনেক খরচাসাপেক্ষ। তাই এই পুরনো মডেলের ফোনই ব্যবহার করি। আর মীনাক্ষী ই প্রথম আমাদের এলাকায় এলেন, বক্তব্য রাখলেন। তাই এই ফোনেই ওনার কথা রেকর্ড করে রাখলাম।”

CPIM West Bengal : ‘মুরদ থাকলে করুক…’, এক সময়ের লাল দুর্গে দাঁড়িয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ CPIM নেতার
এদিকে মঞ্চে বক্তব্য রাখতে উঠে তৃণমূলের নব জোয়ার যাত্রাকে কটাক্ষ করে মীনাক্ষী বলেন, “সরকারটা এপ্রিল মাসে ঘুরতে বেরিয়েছিল। দুয়ারে সরকার বলল ২২ শে এপ্রিল বুথে যাব। আর তাঁবু কারা খাটায় বলুন তো? আরব্য রজনীর আলিবাবার চল্লিশ চোরের চোরেরা তাঁবু খাটায়। তাঁবু খাটিয়ে ধন সম্পত্তি লুঠ করে তাঁরা তাঁবু খাটিয়ে থাকত। আর যারা অস্থায়ী দোকানদার হয় তারা তাঁবু খাটিয়ে থাকে। মেলায় হরেকমাল বিক্রি করে তারা তাঁবু খাটায়। রাতবিরেতে লম্ফ জ্বালিয়ে কোনও মুদির দোকানে গিয়ে ঠকঠকালেও চাল ডাল পাবেন, সেটা হল CPIM।”

Dilip Ghosh : ‘ভোট যত সামনে আসছে এসব নাটক বাড়ছে’, তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ দিলীপের
তিনি আরও বলেন, “কখন দুর্নীতি করতে করতে গোটা সরকারটাই তাঁবুর তলায় চলে যাবে কেউ টের পাবেন না। গোটা রাজ্য জুড়ে লড়াই চলছে। পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না।” সোমবার গুপ্তিপাড়ায় ‘গ্রাম জাগাও, চোর তাড়াও, জনগণের পঞ্চায়েত গড়ে তোলো’, এই দাবিতে প্রকাশ্য জনসভা থেকে এমন মন্তব্য করেন মীনাক্ষী মুখোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *