Moyna model Purba Medinipur: মডেল ময়না-য় মৃত্যু ৩০০ মৎস্যচাষির! বিস্ফোরক তথ্য নিয়ে মুখ খুললেন অধিকর্তা – moyna model west bengal largest fisheries hub


অন্ধ্রপ্রদেশের মাছের উপর নির্ভরতা কাটাতে বেশ কয়েক বছর আগে রাজ্যে ‘ময়না মডেল’ চালু করেছিল মৎস্য দফতর। ময়নায় ব্যাপক হারে মিষ্টি ও নোনা জলে মাছচাষ শুরু হয়। রুই, কাতলা, মৃগেলের মতো মিষ্টি জলের মাছ, গলদা, বাগদা, ভেনামির মতো চিংড়ির চাষ হয়।সেই ময়নায় গত এক বছরে ৩০০ মৎস্যচাষির মৃত্যুর খবরে তোলপাড় পড়ে গিয়েছে। অভিযোগ, অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে হৃদরোগ ও ক্যানসারে চাষিদের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই মৎস্য্যও দফতরের রাজ্যের কর্তারাও বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। জেলা মৎস্য্য দফতর সূত্রে খবর, বিষয়টি আদতে ঠিকই নয়। সরকারি নথি, অন্যান্য মৎস্য চাষিরাও সাফ ভাবে তাও জানিয়েছেন।

Fish Farming: বাড়িতেই মাছ চাষ, পথ দেখাচ্ছে রোজগারের!

Tripura: বাঙালিকে ‘মাছে ভাতে’ রাখতে ভরসা ত্রিপুরা! কেন্দ্রের রিপোর্টে উল্লেখ

ঠিক কী অভিযোগ বা তথ্য সামনে আসছে?

একটি প্রথম শ্রেণির দৈনিকে প্রথম প্রকাশিত হয়, গত এক বছরে ময়না ব্লকে ৬০ বছরের নীচে তিনশো মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারকে নিয়ম মাফিক আর্থিক সাহায্যও তুলে দিয়েছে কৃষি দফতর। মৃতদের মধ্যে অধিকাংশই হৃদরোগে-ক্যানসারে আক্রান্ত হয়েছেন। অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে মৃত্যুর হার এতটা বেড়েছে বলেছে বলে জানা যায়। ওই রিপোর্ট প্রকাশ্যে আসতেই গোটা ময়নায় তোলপাড় পড়ে যায়। শুধু ময়না নয়, মাছ চাষিদের যদি এই হাল হয়, মাছ খেয়ে সাধারণ মানুষের কী হবে, তা নিয়ে সোশ্যাল মাধ্যমে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়।

Dragon Fruit: খোদ মুখ্যমন্ত্রীর পরামর্শ, এই চাষ করে কত টাকা আয় হয় জানলে চমকে উঠবেন!

মাছ চাষ ও রাসায়নিকে ব্যবহার

মাছের খাবারের মধ্যে ফ্লোরাইড, আর্সেনিক, সীসা সহ আরও বেশ কিছু মেশানো হয়ে থাকে। লক্ষ্য, দ্রুত মাছ বড় করা। ক্ষতিকারক রাসায়নিক মেশানোয় জমির পিএইচ মাত্রা অস্বাভাবিক হচ্ছে। ভূগর্ভস্থ জলস্তর এই মুহূর্তে ‘ক্রিটিক্যাল’ জায়গায় পৌঁছে গিয়েছে এই ব্লক। মাটির জলও যে অনেকটাই বিষাক্ত হয়ে গিয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Kolkata Traffic News Today : IPL সঙ্গে মিটিং-মিছিল, দ্রুত অফিস-স্কুল-কলেজে পৌঁছতে এড়িয়ে চলবেন কোন কোন রাস্তা?

মাছে ‘ময়না মডেল’ ইতিহাস

ময়নার ব্যাপক হারে মাছ চাষের জন্যই শুরু হয় ময়না মডেল। এই এলাকায় নীচু জমিতে মাছের চাষ করেন মৎস্য্যজীবীরা। ৪-৫ হেক্টর আয়তনের পুকুরে মাছ চাষ হয়। পুকুরের গভীরতা ১-২ মিটার হলেই চলে। ১০০ থেকে ২০০ গ্রাম ওজনের ছোট ছোট মাছ পুকুর থেকে নিয়ে ছাড়া হয় বড় জলাশয়ে। সেখানে অক্সিজেনের জোগান বেশি পেয়ে মাছেদের বৃদ্ধি তাড়াতাড়ি হয়।

Nandigram: জীবন রাঙাতে রঙিন মাছ চাষ, তাক লাগাচ্ছে ষাটোর্ধ্ব মনোরমা

ময়নার অভিযোগ নিয়ে কী বলছে দফতর?

জেলার সহ মৎস্য অধিকর্তা সৌরিন্দ্রনাথ জানার সঙ্গে এই সময় ডিজিটালের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ ৩০০ জন মৎস্য চাষির মৃত্যুর বিষয়টি একেবারেই ভুল। আমরা দফতরকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় রিপোর্ট পাঠিয়েছি।’ দফতরের এক কর্তা বলেন, এক বছরে চাষি মৃত্যুর তথ্য-পরিসংখ্যান ঠিক, তবে তাঁরা সবাই মৎস্য চাষি নয়। কিন্তু, রাসায়নিক ব্য়বহারের কারণে মৃত্যুর বিষয় নিয়ে গভীর পর্যালোচনার প্রয়োজন আছে, তা এখনই ঠিক না ভুল বলা যাবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *