Paschim Medinipur News : স্কুলের কম্পিউটার চুরি, ফেরত দিতে এসে ধৃত ৪ ছাত্র – five school computers were stolen and caught by the villagers when they came to return


এই সময়, মেদিনীপুর: চুপিচুপি স্কুলের পাঁচটি কম্পিউটার চুরি করেছিল চার মূর্তি। কিন্তু পরে বিবেকের তাড়নায় ফেরত দিতে এসেই ঘটল বিপত্তি! গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় তারা। তাদের আটক করে রেখে পুলিশে খবর দেওয়া হয়। এলাকায় উত্তেজনা তৈরি হলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চার জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার একটি স্কুলে। ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়।

Howrah News : ভিখারি সেজে গৃহস্থ বাড়িতে চুরির চেষ্টা! কোলের বাচ্চা সমেত হাতেনাতে ধৃত দম্পত্তি
জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘ঘটনায় গ্রামবাসীরা চার জনকে ধরে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। যতদূর জানা যাচ্ছে, কম্পিটারগুলি বাড়িতে নিয়ে যাওয়ার পর বাড়ির লোকের নজরে আসে বা নিজেদের বিবেকের তাড়নায় ফেরত দিতে আসে। তখনই গ্রামবাসীরা ধরে ফেলেন। ঘটনায় এখনও মামলা রুজু হয়নি। যেহেতু সকলেই স্কুলের ছাত্র, তাই স্কুল কর্তৃপক্ষ কী করবেন, সিদ্ধান্তে আসতে একটু সময় নিচ্ছেন। স্কুলের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ করা হবে।’
Bankura News : একসঙ্গে একাধিক বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্ক বাঁকুড়ার তালডাংরা এলাকায়
স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা দাসপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক বলেন, ‘স্কুলে গরমের ছুটি চলছে। রাতের অন্ধকারে স্কুলের মধ্যে ঢুকে কেউ কম্পিউটার নিয়ে পালায়। কিন্তু পরে আবার ফেরত দিতে এসেছিল। এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন। ঘটনায় দু’জন প্রাক্তন আর দু’জন বর্তমান ছাত্র জড়িত। পুলিশকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

রাতের অন্ধকারে স্কুলে চুপিচুপি ঢুকেছিল চার বন্ধু। পাঁচটি কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রাংশ চুরি করে পালায় তারা। কিন্তু পরে হয়তো অনুশোচনা হয়। তাই চুরি করে নিয়ে যাওয়া কম্পিউটার স্কুলে ফেরত দিতে এসেছিল ওরা! তখনই কয়েক জন গ্রামবাসীর নজরে পড়ে যায়। ওদের মতিগতি দেখে সন্দেহ জাগে। কয়েক জন গ্রামবাসী এগিয়ে গিয়ে চার জনকে পাকড়াও করেন।

North Bengal Medical College : ওয়ার্ড থেকে চুরি সদ্যজাত, অচল সিসি ক্যামেরায় প্রশ্ন
তাদের কাছে কম্পিউটার ও নানা যন্ত্রাংশ মেলে। দেখা যায়, যাদের পাকড়াও করা হয়েছে, তারা সকলে ওই স্কুলেরই ছাত্র! কেউ প্রাক্তন, কেউ বর্তমান। ঘটনা খোলসা হতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। অবস্থা বেগতিক দেখে কেউ পুলিশে খবর দেন। পুলিশ এসে চার জনকে উদ্ধার করে নিয়ে যায়।

West Bengal Scam News: ‘দলের কয়েকজন চুরি করছে, তার দায় দিদিকে নিতে হচ্ছে!’ দুর্নীতির কথা কবুল তৃণমূল বিধায়কের
এমন ঘটনায় তাজ্জব এলাকাবাসী! স্থানীয় বাসিন্দা স্কুলের এক অভিভাবক বলেন, ‘স্কুলের ছাত্ররা যে এমন ঘটনা ঘটাতে পারে, তা ভাবতেও পারিনি। এই এলাকায় এমন ঘটনা কোনও দিন ঘটেছে বলেও মনে পড়ে না।’ স্কুলের এক শিক্ষক বলেন, ‘কথাটা শোনার পর প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। পরে জানলাম সত্যি। যারা ঘটনা ঘটিয়েছে, তারা আমাদের স্কুলেরই ছাত্র। খারাপ লাগছে আমাদেরই। কী শিক্ষা দিচ্ছি আমরা? শুধু এটাই ভাবছি!’

চুরি করে অপরাধবোধ জাগায় ফেরত দিতে এসেছিল ওরা। তার পরিণামে যে সাজা জুটবে, সেটাই হয়তো নির্ধারণ করে দেবে, ওরা কোনটা মেনে চলবে ভবিষ্যতে। চুরি করা মহাপাপ নাকি চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা…’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *