Samaresh Majumdar Death : শেষের দিকে কলম হাতে চেয়ে থাকতেন, ৭৯-তে ‘দৌড়’ থামল সমরেশের – samaresh majumdar passes away here is bengali author biography


কালবেলার স্রষ্টা সমরেশ মজুমদারের জীবনাবসানে বাংলার সাহিত্য জগতে শোকের ছায়া। তাঁর দৃপ্ত কলমে ফুটে উঠেছে একের পর এক অনবদ্য কাহিনি। অনিমেষ, মাধবীলতা, অর্জুন, দীপাবলি, অর্কর মতো দুর্দান্ত চরিত্র সৃষ্টি করেছেন তিনি। দৌড় থেকে উনিশ বিষ, গর্ভধারিনী থেকে সাতকাহন, কালপুরুষ থেকে হরিণবাড়ির মতো সাহিত্য রচনা করেছেন তিনি। শেষদিকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর কলমে নাকি আর শব্দ আসছিল না। ২৬ এপ্রিল সেরিব্রাল স্ট্রোক হয় তাঁর। সেই থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

১৯৪৪ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেছিলেন সমরেশ মজুমদার। ছেলেবেলাটা কেটেছিল ডুয়ার্সের চা বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলে প্রাথমিক স্তরের পড়াশোনা করেন তিনি। পরবর্তীকালে কলকাতায় চলে আসেন। স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক হন সমরেশ। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
Samaresh Majumdar Death: ৭৯-তে জীবনাবসান, ‘কালপুরুষ’-এর জগতে কালবেলা স্রষ্টা সমরেশ মজুমদার
১৯৬৭ সালে দেশ পত্রিকায় সমরেশ মজুমদারের প্রথম গল্প প্রকাশিত হয়। দৌড় ছিল তাঁর প্রথম উপন্যাস। যা ১৯৭৬ সালে দেশে প্রকাশিত হয়। সমরেশের উপন্যাসে থ্রিল থাকত। গল্পের ছত্রে ছত্রে এক অদ্ভুত সাসপেন্স বুনতেন তিনি।

আট কুঠুরি নয় দরজা, বন্দিনিবাস, দায়বদ্ধ, বুনো হাঁসের পালকের মতো উপন্যাস রচনা করেছেন তিনি। তবে তাঁর সবচেয়ে জনপ্রিয় উপন্যাস কিন্তু সাতকাহন। এই গল্প নিয়ে পরবর্তীতে টিভি সিরিয়াল তৈরি হয়।
Samaresh Majumdar Death: ‘মাধবীলতা কার?’ সমরেশ মজুমদারের মৃত্যুর খবরে চমকে উঠলেন গৌতম ঘোষ
উপন্যাসের পাশাপাশি প্রচুর ছোটগল্প, ভ্রমণ কাহিনি, শিশু ও কিশোর সাহিত্য রচনা করেছেন সমরেশ মজুমদার। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ এবং মৌষলকাল, এই চারটি গল্পের মাধ্যমে অনিমেষ সিরিজ তৈরি করেছিলেন তিনি। একে মডার্ন ক্লাসিক বিবেচনা করা হয়।

সাহিত্যিক হিসেবে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন সমরেশ মজুমদার। ১৯৮২ সালে বাংলার ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাহিত্যিককে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার দিয়েছিলেন। ১৯৮৪ সালে কালবেলার জন্য সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পান তিনি। ২০০৯ সালে কলিকাতায় নবকুমারের জন্য বঙ্কিম পুরষ্কারে ভূষিত হন সমরেশ। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গ বিভুষণ সম্মান দেয়।
Samaresh Majumdar : প্রয়াত সমরেশ মজুমদার, শ্রদ্ধা জানান সাহিত্যিককে

সমরেশ সৃষ্ট সাহিত্য

দৌড়
উত্তরাধিকার
কালবেলা
কালপুরুষ
মৌষলকাল
গর্ভধারিনী
আত্মীয়স্বজন
অনি
হরিণবাড়ি
জনযাজক
বড় পাপ হে
উজানগঙ্গা
লক্ষ্মীর পাঁচালী
সওয়ার
উনিশ বিশ
সাতকাহন
আবাস
শরণাগত
ফেরারি
দিন যায় রাত যায়
বন্দিনীবাস
বুনো হাঁস
নিকটকথা
শ্রদ্ধাঞ্জলি
অনুপ্রবেশ
কূলকুণ্ডলিনী
ওরা এবং ওদের মেয়েরা
হারামির হাতবাক্স
টাকাপয়সা
এই আমি রেণু
তীর্থযাত্রী
বিলে পানি নেই
পাঁচটি রহস্য উপন্যাস
কষ্ট কষ্ট সুখ
ইস্টিশন
মানুষের মা
বুকের ভিতর বাংলাদেশ
দাউ দাউ আগুন
কাঠকয়লার আগুন
কলিকাতায় নবকুমার
ক্যালকাটায় নবকুমার
ফিল্মস্টার নবকুমার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *