Suvendu Adhikari Calcutta High Court : চণ্ডীপুরে কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, CBI তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু – suvendu adhikari move to calcutta high court seeking cbi probe in chandipur convoy controversy


রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনায় রবিবারই CID-র হাতে কেস ফাইল তুলে দিয়েছিল চণ্ডীপুর থানার পুলিশ। কিন্তু, এবার এই ঘটনার প্রেক্ষিতে CBI তদন্তের আর্জি জানিয়েছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু।

রুটে কনভয় যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য, এই মন্তব্য করে পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তিনি। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর আবেদনের প্রেক্ষিতে আগামী বুধবার মামলার শুনানি হতে পারে।

Suvendu Adhikari : শুভেন্দুর কনভয়ের ধাক্কায় মৃত্যু যুবকের, ঘটনার তদন্তভার নিল CID
উল্লেখ্য, চণ্ডীপুরের কাছে শুভেন্দু অধিকারীরর কনভয়ের গাড়ির ধাক্কায় এক যুবকের প্রাণ যাওয়ার অভিযোগ উঠেছে। মৃতে নাম শেখ ইসরাফিল (৩৩)। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে সাইকেলে চেয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ইসরাফিলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত হলে ঘোষণা করেন।

ইসরাফিলের পরিবারের সদস্যদের কথায়, কাজ থেকে ফিরেই তিনি দেখেন তাঁর মা শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। এরপরেই তিনি মায়ের জন্য ওষুধ নিতে বেরিয়েছিলেন। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন ইসরাফিল। তাঁর মৃত্যুতে শোকে কাতর গোটা পরিবার।

Soham Chakraborty : চণ্ডীপুরে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস, ৫ লাখের চেক তুলে দিলেন সোহম
ইসরাফিলের পরিবারের হাতে ইতিমধ্যেউ পাঁচ লাখের আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। এদিকে ইতিমধ্যেই ঘটনার প্রেক্ষিতে সরব হয়েছিল তৃণমূল। শুভেন্দু অধিকারীকে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এত দম্ভ। মানুষকে পিষে দিয়ে চলে যায়। একবারও পিছনে ফিরে তাকায় না। বিরোধী দলনেতা হয়েই এই অবস্থা, সেক্ষেত্রে ক্ষমতায় এলে কী করবেন!”

ইতিমধ্যেই ঘটনায় চণ্ডীপুর পুলিশের তরফে চারজনকে নোটিশ ধরানো হয়েছে, পুলিশ সূত্রে খবর এমনটাই। পাশাপাশি ঘটনাস্থলে যান CID-র তদন্তকারী আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও বলেন তাঁরা। একইসঙ্গে তাঁরা দেখা করেন ইসরাফিলের পরিবারের সঙ্গে। এদিকে ঘটনাস্থলে গিয়েছিলেন ফরেনসিক টিমও।

Suvendu Adhikari : শুভেন্দুর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুর অভিযোগ! জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
এই ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহল সরগরম। শুভেন্দু অধিকারীকে নিশানা করছে তৃণমূল। এই সময়ে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা ঘটনায় তিনি CBI তদন্তের আর্জি জানিয়েছেন এই BJP বিধায়ক। এখন দেখার মামলার প্রেক্ষিতে কি চণ্ডীপুরের ঘটনায় CBI তদন্তের নির্দেশ দেবে আদালত? মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী বুধবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *