The Kerala Story Banned : মমতার নির্দেশে নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’, ‘অন্য রহস্যে’-র গন্ধ পাচ্ছে সিপিএম-বিজেপি – cpim bikash ranjan bhattacharya and bjp leader rudranil ghosh open mouths on the kerala story ban


বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই ছবিকে নিষিদ্ধ করার নির্দেশিকা জারি করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মমতার নির্দেশ সামনে আসার পর থেকেই এই নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।বাম তথা সিপিএম শাসিত কেরলের একাধিক ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে এই ছবির গল্প। তবে মমতার সিদ্ধান্তে বিন্দুমাত্র সায় নেয় বঙ্গ সিপিএমের। বরং তাঁদের দাবি, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ছবিটিকে আরও বেশি করে প্রচারে আলোতে নিয়ে আসেবে।

The Kerala Story Banned: বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই প্রসঙ্গে ফোনে এই সময় ডিজিটাল দেওয়া প্রতিক্রিয়ার রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘এটা অত্যন্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত। কোনও শিল্পকর্মের বিরোধিতা করতে গেলে, তার পালটা তথ্য প্রচার করতে হয়। নিষিদ্ধ করলে সেই শিল্পকর্মের বিভ্রান্তিমূলক তথ্য প্রচারে সাহায্য করা হয়। মানুষের মনে হবে, নিশ্চয়ই এমন কিছু আছে, সেই কারণে এই ছবি দেখতে দেওয়া হচ্ছে না।’

নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সিপিএমকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে বিজেপি, সেই কারণে কেরলে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। এই নিয়ে বিকাশ বলেন, ‘আরএসএসের নির্দেশে মমতা এই কাজ করেছেন। এর ফলে ছবিটার প্রচার বাড়বে, এবং তা আরও বেশি ব্যবসা করবে। ছবি ব্যান করার পক্ষপাতী আমরা নই।’

The Kerala Story : ‘এ আমাদের কেরালার স্টোরি নয়’, কেন বাঙালি পরিচালকের ছবি নিষিদ্ধ করতে চাইছেন বিজয়ন-থারুর?
বিজেপি নেতা তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষও এই নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। রুদ্রনীল এই সময় ডিজিটালকে বলেন, ‘যে শাসকদল মানুষে ডিএ, চাকরি থেকে শুরু করে শান্তি চুরি করে নিয়েছেন, তাঁরা বলছে এই ছবি রাজ্য নাকি অশান্তি তৈরি করবে। সারা দেশে এই ছবি নিয়ে কোথাও কোনও অশান্তি হয়নি। ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই এই কাজ করা হয়েছে। কিন্তু সংখ্যালঘুদের এখন আর ভুল বোঝানো যাবে না। তাঁদের চোখ খুলে গিয়েছে। এটা মুখ্যমন্ত্রী কুম্ভীরাশ্রু ছাড়া আর কিছুই নয়।’

The Kerala Story : ‘ধর্মীয় বৈষম্য সৃষ্টির চেষ্টা’, দ্য কেরালা স্টোরি নিয়ে মুখ খুললেন মমতা
রুদ্রনীল আরও বলেন, ‘তৃণমূল ও সিপিএমের মধ্যে যে বোঝাপড়া রয়েছে, তাও ছবি ব্যানের পিছনে অন্যতম কারণ। ভারতে ধর্মান্তকরণের বিভিন্ন ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। কমিউনিস্ট শাসন কত মানুষের প্রাণ নিয়েছে, তাও এই ছবিতে তুলে ধরা হয়েছে। তা ঢাকার চেষ্টাও ছবি নিষিদ্ধ করার অন্যতম কারণ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *