The Kerala Story Banned : মমতার সিদ্ধান্তে ব্যান ‘দ্য কেরালা স্টোরি’! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি প্রযোজকের – the kerala story producer bipul shah says they will fight the battle legally after mamata banerjees decision


‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) বাংলায় নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে লড়াইয়ের কথা জানালেন ‘দ্য কেরালা স্টোরি’- প্রযোজক।এদিন মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রযোজন প্রযোজক বিপুল শাহ। তাঁকে সাংবাদিকদের তরফে ছবি নিষিদ্ধ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে প্রযোজক বলেন, ‘এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আইনি পদক্ষেপ করব। দরকার হলে আদালতে যাব। আইনের মধ্য থেকে যতদূর যাওয়ায় সম্ভব হয় যাব। কিন্তু আমরা লড়াই করে যাব।’

‘দ্য কেরালা স্টোরি’-র প্রযোজকের এই মন্তব্যের পর নতুন করে এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ও ছবি নির্মাতারা আইনি লড়াইয়ে মুখোমুখি হতে পারেন। কবে প্রযোজনা সংস্থার তরফে আদালতের দ্বারস্থ হওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকরা নবান্নে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বিদ্বেষ ছড়ানোর জন্যই এই ছবি তৈরি করা হয়েছে। মানুষে মানুষে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। বিজেপির টাকা এই ছবি বানানো হয়েছে। কেন কাশ্মীর ফাইলন হবে? কেন দ্য কেরালা স্টোরি হবে? একটি নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করতেই এই ছবি বানানো হয়েছে।’

The Kerala Story Banned: বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে এই ছবি নিয়ে সিপিএমকেও নিশানা করেন মমতা। পিনরাই বিজয়নের উদ্দেশে তিনি বলেন, ‘কেরল নিয়ে এই সিনেমা, কিন্তু সিপিএম এই নিয়ে কিছু বলছে না। এটা খুবই দুঃখের। সিপিএম বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়়ে কাজ করছে।’

অন্যদিকে মমতার এই মন্তব্য ও রাজ্য সরকারে সিদ্ধান্তের বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ সিপিএম। আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘কোনও ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পূর্ণ অগণতান্ত্রিক। এই সিদ্ধান্তের ফলে বিতর্কিত শিল্পকর্মের প্রচার আরও বাড়বে। ফলে মানুষের মনে ছবি দেখার আগ্রহ তৈরি হবে।’

The Kerala Story Banned : মমতার নির্দেশে নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’, ‘অন্য রহস্যে’-র গন্ধ পাচ্ছে সিপিএম-বিজেপি
বিকাশ আরও বলেন, ‘আরএসএসের নির্দেশেই মমতা এই কাজ করেছেন। এই সিদ্ধান্তের ফলে এই ছবির প্রচার আরও বেশি করে হবে এবং এই ছবির ব্যবসা আরও বেশি করে হবে। আদতে নিষেঝাজ্ঞা জারি করে কোনও লাভ হবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *