‘দ্য কেরালা স্টোরি’-র প্রযোজকের এই মন্তব্যের পর নতুন করে এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ও ছবি নির্মাতারা আইনি লড়াইয়ে মুখোমুখি হতে পারেন। কবে প্রযোজনা সংস্থার তরফে আদালতের দ্বারস্থ হওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।
এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকরা নবান্নে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বিদ্বেষ ছড়ানোর জন্যই এই ছবি তৈরি করা হয়েছে। মানুষে মানুষে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। বিজেপির টাকা এই ছবি বানানো হয়েছে। কেন কাশ্মীর ফাইলন হবে? কেন দ্য কেরালা স্টোরি হবে? একটি নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করতেই এই ছবি বানানো হয়েছে।’
অন্যদিকে এই ছবি নিয়ে সিপিএমকেও নিশানা করেন মমতা। পিনরাই বিজয়নের উদ্দেশে তিনি বলেন, ‘কেরল নিয়ে এই সিনেমা, কিন্তু সিপিএম এই নিয়ে কিছু বলছে না। এটা খুবই দুঃখের। সিপিএম বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়়ে কাজ করছে।’
অন্যদিকে মমতার এই মন্তব্য ও রাজ্য সরকারে সিদ্ধান্তের বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ সিপিএম। আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘কোনও ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পূর্ণ অগণতান্ত্রিক। এই সিদ্ধান্তের ফলে বিতর্কিত শিল্পকর্মের প্রচার আরও বাড়বে। ফলে মানুষের মনে ছবি দেখার আগ্রহ তৈরি হবে।’
বিকাশ আরও বলেন, ‘আরএসএসের নির্দেশেই মমতা এই কাজ করেছেন। এই সিদ্ধান্তের ফলে এই ছবির প্রচার আরও বেশি করে হবে এবং এই ছবির ব্যবসা আরও বেশি করে হবে। আদতে নিষেঝাজ্ঞা জারি করে কোনও লাভ হবে না।’