TMC Vs BJP : এবার ‘জিব টেনে ছিঁড়ে নেব’, স্রোত কুকথারই – poitical party leaders attacking something fierce starts controversy


এই সময়: কেউ প্রতিপক্ষ দলের উদ্দেশে বলছেন, ‘হাসপাতালে চিকিৎসা করানোর আগে আমরা ভালো করে চিকিৎসা করে দেবো!’ কেউ আবার দলীয় কর্মীদের চাঙা করতে বলছেন, ‘বিরোধীদের জিব টেনে ছিঁড়ে দাও।’ কারও মুখে শোনা যাচ্ছে পুলিশের উর্দি খুলে নেওয়ার হুঁশিয়ারি। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভাষণে ঝাঁজও তত বাড়ছে। কিন্তু আক্রমণ জোরালো করার পাশাপাশি যেন কুকথারও প্রতিযোগিতায় নেমেছেন সব পক্ষের রাজনীতিবিদদের একাংশ।

DA Protest West Bengal : জিভ ছিঁড়ে দেওয়ার নিদান! DA আন্দোলনকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেও অনড় রাজ্যের মন্ত্রী
শনিবার বিকেলে বাঁকুড়ার একটি জনসভায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ দলীয় কর্মীদের পরামর্শ দিয়ে বলেন, ‘ভোটে লুটের চেষ্টা করলে ভালো করে ট্রিটমেন্ট করবেন। যাতে বাড়ি যাওয়ার আগে হাসপাতাল ঘুরে যায়। হাসপাতালে ট্রিটমেন্টের আগে আপনারা ট্রিটমেন্ট করবেন। ছাপ্পা ভোট দিতে এলে বাঁশপেটা করুন। বাঁশে যেন গাঁট থাকে। লাগলে যেন বুঝতে পারে।’

Dilip Ghosh : ‘বাঁচার কোনও রাস্তা নেই…’, বাঁকুড়া থেকে বিরোধীদের হুঁশিয়ারি দিলীপের
দিলীপের মুখে এমন কথা অবশ্য নতুন নয়। অতীতে তিনি বিরোধীদের মারধর করার হুমকি দিয়েছেন একাধিক বার। সম্প্রতি দলের চায়ে পে চর্চা কর্মসূচিতে তিনি এমনও বলেছেন যে, মোদীর বিরোধিতা করলে সিবিআই না-হলে ভগবান ঠিক তুলে নেবে!

পিছিয়ে নেই শাসক শিবিরও। রবিবার রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মুখে শোনা গেল ডিএ-এর দাবিতে আন্দোলকারী সরকারি কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি। উজ্জ্বলের মন্তব্য, ‘আসি-যাই, কাজ করি না, মাইনে পাই! এ সবের বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে। এ বার বদমায়েশি ঘুচিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাঁরা কুৎসা করবেন, তাঁদের জিব টেনে ছিঁড়ে নেব৷’

Shashi Panja : ‘প্রার্থী না পেয়ে ইস্যু বানাচ্ছে…’, ‘নবজোয়ার কর্মসূচি’তে বিশৃঙ্খলা প্রসঙ্গে BJP-কে কটাক্ষ মন্ত্রীর
রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যে স্বভাবতই ক্ষুব্ধ ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, ‘এক জন মন্ত্রীর মুখে এই ধরনের ভাষা প্রত্যাশিত নয়। বাংলার সংস্কৃতির পক্ষে এই মন্তব্য লজ্জাজনক। যদিও গত ১২ বছর ধরে রাজ্যের শাসকদলের মন্ত্রী ও নেতাদের মুখে এই ধরনের কথা শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি।’

Dilip Ghosh : ‘দলটাই এখন লোকাল…’, হুগলি থেকে তৃণমূলকে আক্রমণ দিলীপের
কু-কথার প্রতিযোগিতায় পিছিয়ে নেই বামেরাও। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী হুঁশিয়ারি দিয়েছেন পুলিশকে। রবিবার তিনি বলেন, ‘পুলিশের কাছে গিয়ে বলব, বাবু, এটা ২০১৮ নয়। মানুষের দেওয়া উর্দি এটা। বাপের পয়সায় কেনা উর্দি নয়। এই উর্দিকে সম্মান করতে হবে। না-হলে মানুষ উর্দি খুলে তৃণমূলের জামা গায়ে পরিয়ে দেবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *