Trinamool Congress : মিটল ‘ভুল বোঝাবুঝি’, অবশেষে দেখা হল আব্দুল করিম চৌধুরী-কানাইয়ালালের – finally meeting happen in between abdul karim chowdhury and kanhaiyalal agarwal


Uttar Dinajpur : অবশেষে সাক্ষাৎ হল বিধায়ক ও তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতির। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ করলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এদিন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, সাম্প্রতিক নানা ঘটনাবলিতে তিক্ততার সূত্রপাত হলেও, অবশেষে তার অবসান ঘটল বলে জানাচ্ছে তৃণমূলের একটি সূত্র। অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে দলীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সাথে সাক্ষাৎ করে সমস্ত মান অভিমান ও ভুল বোঝাবুঝিতে ইতি টেনেছেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। রবিবার রাতে ইসলামপুরের গোলঘরে বিধায়কের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন কানাইয়ালাল বাবু।

Krishna Kalyani TMC MLA: এক টানা ১০ ঘণ্টার বেশি তল্লাশি, সুপারস্টারদের কায়দায় ব্যালকনি থেকে হাতও নাড়লেন বিধায়ক
সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলিকে কেন্দ্র করে জেলা নেতৃত্বের সঙ্গে বিধায়কের সংঘাতের ঘটনা প্রকাশ্যে এসেছে। এমনকি তৃণমূলের জনসংযোগ যাত্রায় গত ৩০ এপ্রিল অভিষেক বন্দোপাধ্যায় ইসলামপুরে সভা করেন, সেখানেও আমন্ত্রণ পাননি বিধায়ক। এরপরে বিধায়কের বাড়িতে অভিষেক বন্দোপাধ্যায়ের যাওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও তা বাস্তবে হয়নি।

যা নিয়ে নিজের হতাশা ও ক্ষোভ ব্যক্ত করেন ‘বিদ্রোহী’ বিধায়ক আব্দুল করিম চৌধুরী। গত ২ মে রায়গঞ্জ থানার দূর্গাপুরে অভিষেক বন্দোপাধ্যায়ের ডাকা সাংগঠনিক বৈঠকেও আব্দুল করিম চৌধুরী অনুপস্থিত থাকায় রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছিল। নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবে ঘোষণা করাতেই এই বৈঠক বয়কট বলে দাবি করেছিলেন বিধায়ক।

Abhishek Banerjee : দণ্ডি কাটা সমর্থন করে না দল, স্পষ্ট বার্তা অভিষেকের
এই বৈঠকেই জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে বিবাদ মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তারই ফলশ্রুতি হিসেবে ররিবার বিধায়কের বাড়িতে গিয়েছিলেন জেলা সভাপতি কানাইয়াবাবু। সেখানে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন জেলা সভাপতি।

অন্যদিকে জেলা সভাপতির আগমনকে স্বাগত জানিয়েছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। পাশাপাশি জেলায় দল পরিচালনার ক্ষেত্রে নিজের মতামত ও প্রস্তাবনা জেলা সভাপতির সামনে তুলে ধরেছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী।

TMC MLA Abdul Karim Chowdhury : ‘মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ডাকলেও যাব না’, ফের বিস্ফোরক বিধায়ক
তিনি বলেন, “জেলা সভাপতি নিজে থেকে এসেছেন, আমার সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে কথা হয়েছে। দলের নানান বিষয়, আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও কথা হয়েছে।” কানাইয়ালাল আগরওয়াল বলেন, “অনেকদিন পরে দেখা হল বিধায়কের সঙ্গে। দল সম্পর্কে, ব্যক্তিগত অনেক কথা হল। জা ভুল বোঝাবুঝি ছিল মিটে গিয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *