West Bengal Trending News : মালাবদল থেকে সিঁদুর দান, রীতি মেনেই বিবাহ বন্ধনে বট -অশ্বত্থ! – in asansol the marriage of the banyan tree and the ashwathta tree is performed through chanting


Asansol News : মালাবদল থেকে সিঁদুর দান। মন্ত্রোচ্চারণের মাধ্যমে হল শুভ পরিণয়। তবে পাত্র-পাত্রীর জায়গায় দুই মানবের বদলে রয়েছে দুই উদ্ভিদ। বট ও অশ্বত্থ গাছের বিয়ে দেওয়া হল আসানসোলে। বিয়ে উপলক্ষ্যে আমন্ত্রিতদের জন্য ছিল মিষ্টি মুখের আয়োজন। বৃক্ষ নিধনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা।

গাছের বিয়ে! আশ্চর্য হলেও এমন কাণ্ডই ঘটালেন আসানসোলের মহিশীলার বাসিন্দা নারায়ণ দাস (বলাই)। নিজের বাড়ির বটগাছের সঙ্গে বিয়ে দিলেন একটি অশ্বত্থ গাছের। উদ্দেশ্য, মানুষজনের মধ্যে বৃক্ষ নিধনের বিরুদ্ধে বার্তা পৌঁছে দেওয়া। দুটি গাছের মধ্যে বিয়ে দিয়ে পাড়া প্রতিবেশীদের এমন ভাবে সচেতন করা যেন গাছেরাও মানুষের মত। তাঁদের প্রাণ তো আছেই, গাছের প্রতি মানুষের পরিচর্যা, ভালোবাসারও প্রয়োজনীয়তা রয়েছে।

Baharampur: অবাক কাণ্ড! বট ও পাকুড় গাছের বিয়ে দিচ্ছেন গ্রামবাসীরা
রবিবার রাতে শুভলগ্ন দেখে বিয়ে দেওয়া হয় দুটি গাছের। হিন্দু বিবাহের মত সমস্ত নিয়মই মেনে এই বিবাহ হয়। বসুধারা, যজ্ঞ, মন্ত্রোচ্চারণ, সিঁদুর দান, মালাবদল কিছুই বাদ ছিল না। প্রতিবেশীরা উলু ধ্বনি দিয়ে বিয়ের আসর মাতিয়ে রাখে। রীতিমত পুরোহিত এনেই বলাই বাবু হিন্দু শাস্ত্র মতে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন অশ্বত্থ ও বট বৃক্ষকে। বিয়ে উপলক্ষে মিষ্টি মুখেরও আয়োজন ছিল প্রতিবেশীদের জন্য।

গাছের বিবাহবার্ষিকী, বাজল ঢাক-শঙ্খ
প্রতিবেশীরা জানালেন, এমন জিনিস প্রথম বার তাঁরা দেখলেন। কিন্তু তাঁরা জানান, বলাই বাবু এলাকায় গাছপ্রেমী বলেই পরিচিত। বহুদিন ধরে গাছের পরিচর্যা করেন বাড়িতে। শুধু তাই নয় এলাকায় কেউ গাছ কাটলে তার প্রতিবাদও করেন তিনি। ফলে উদ্ভিদ প্রেমী মানুষের দুটি গাছের এভাবে পরিণয় অনুষ্ঠানের আয়োজন দেখে আপ্লুত স্থানীয় বাসিন্দারাও।

২০০০ অতিথি, মালাবদল, ভুরিভোজে সাত পাকে বাঁধা পড়ল দুই গাছ! কারণ…
গাছেদের বিয়ের পুরোহিত জানিয়েছেন, এরপর ওই অশ্বত্থ গাছটিকে কোনও একটি জায়গায় স্থাপন করা হবে এবং আগামীদিনে ও বড় হবে। মানুষজন ছায়া পাবে। মানুষজন এই বৃক্ষ নিধন যেভাবে করছে তা থেকে খানিকটা হলেও এই বিয়ের ফলে সচেতন হবে বলে মনে করছেন খোদ পুরোহিত ঠাকুর।

জাতের ‘উঁচু-নিচু’তে হল না বিয়ে, পুরুলিয়ায় একইসঙ্গে আত্মঘাতী যুগল!
আর যার এত আয়োজন সেই নারায়ণ দাস ওরফে বলাই জানিয়েছেন, দিন দিন উষ্ণ হচ্ছে পৃথিবী। এবছর এখনও পর্যন্ত বৃষ্টিপাত নেই। সবকিছুর মূলে কিন্তু এই বৃক্ষ নিধন। প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে সর্বত্র। তিনি বলেন, “ আমি দুই গাছের মধ্যে বিয়ে দিয়ে মানুষের মধ্যে অন্তত এই চেতনা ঢোকাতে চেয়েছি যে গাছেরাও মানুষের মত জীবন্ত। তাদের কাটবেন না, তাহলে তাদের হত্যা করা হয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *