Abhishek Banerjee : অভিষেকের মারগ্রামের পদযাত্রায় বিশৃঙ্খলা, কর্মীদের ঠেলাঠেলিতে ভাঙল একের পর এক ব্যারিকেড – huge chaos at abhishek banerjee foot rally at margram birbhum


Birbhum News : তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে ঘিরে ফের একবার বিশৃঙ্খলা দেখল রাজ্য। আজ মঙ্গলবার বীরভূম জেলার মারগ্রামে পদযাত্রা কর্মসূচি ছিল অভিষেকের। আর সেই পদযাত্রাকে ঘিরেই দেখা দিল চূড়ান্ত বিশৃঙ্খলা। তুমুল উত্তেজনা দেখা দিল স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে। ভাঙা হল একের পর এক ব্যারিকেড।

অল্প বিস্তর আহতও হয়েছেন ২-৩ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে মারগ্রাম এলাকায় অভিষেকের ‘নব জোয়ার কর্মসূচি’ উপলক্ষ্যে পদযাত্রার আয়োজন করা হয়েছিল। ব্যাপক ভিড় হয় এই পদযাত্রায়।

Abhishek Banerjee : মুর্শিদাবাদে প্রার্থী বাছাইয়ের ভোট গ্রহণে চরম বিশৃঙ্খলা! ব্যালট বাক্স নিয়ে দৌড় তৃণমূল কর্মীদের
সেই সঙ্গে পুলিশি নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। গড়ে তোলা হয় অনেকগুলি ব্যারিকেড। আর সেই ব্যারিকেডই একের পর এক ভাঙতে থাকেন তৃণমূল কর্মীরা। ওই ব্যারিকেডগুলির তলায় চাপা পড়ে যান কয়েকজন। যার ফলে তাঁরা কিছুটা আহত হন।

এই বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, “এই পদযাত্রায় অত্যাধিক ভিড় হয়ে যাওয়ায় কিছুটা গোলমালের সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আয়ত্তের মধ্যে রয়েছে। বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।”

এদিকে, রামপুরহাট থেকে মাড়গ্রাম যাওয়ার পথে চামড়া গুদাম মোড়ে অভিষেকের কনভয় দাঁড় করিয়ে মৃদু বিক্ষোভ দেখান কিছু মহিলা। তাঁদের মূলত দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় কল খারাপ হয়ে পড়ে রয়েছে। সেই খারাপ কলগুলি মেরামত হচ্ছে না। তাই এলাকার মহিলারা অভিষেকের কনভয় দাঁড় করিয়ে তাঁকে অভিযোগ জানান।

Malda TMC : অভিষেকের মালদা ছাড়ার একদিন হতে না হতেই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে! পথ অবরোধ করে বিক্ষোভ কর্মীদের
যদিও ওই মহিলাদের দাবি অভিষেক দ্রুত কল ঠিক করার আশ্বাস দিয়েছেন এবং তাঁদের কাছ থেকে মোবাইল নম্বরও নিয়েছেন। যদিও এই ঘটনাকে ঘিরে তেমন কোনও বড় বিশৃঙ্খলা ঘটেনি বলেই জানা গিয়েছে। এদিন মুর্শিদাবাদ থেকে বীরভূমে আসার পরে মুরারইতে সভা ছিল অভিষেকের। সভার পর তারাপীঠ মন্দিরে পুজো দেন তিনি। টানা ২দিন তিনি বীরভূম জেলাতেই থাকবেন বলে জানা গিয়েছে।

এদিন মুরারইতে সভার পরেই সভাস্থলে ব্যাপক হট্টগোল লক্ষ্য করা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ ছাড়তেই শুরু হয় ভোট দেওয়া নিয়ে হুড়োহুড়ি। প্রার্থী পছন্দ করতে গিয়ে মারামারি, ধস্তাধস্তি হয় মুরারইয়ের। শেষে লুঠই হয়ে যায় ব্যালট পেপার।

Dakshin Dinajpur : এবার গঙ্গারামপুর, ব্যালটে ভোটদান নিয়ে ফের উত্তেজনা ‘নব জোয়ার কর্মসূচি’তে
এমন গোলমাল শুরু হয় যে ময়দানে নামতে হয় পুলিশকে। দীর্ঘক্ষণ চলে তৃণমূল কর্মীদের মধ্যে এই হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশ। এর আগে একই ছবি দেখা গিয়েছে বিভিন্ন জেলায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *