এদিনের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ”২০২৬ সালে আবারও নিরহ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। একমাত্র আমরা চোখে চোখ রেখে লড়াই করছি।” একুশের ভোটে হারের পর বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। মুরারইয়ের সভা থেকে ফের সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার ১১ লাখ মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে কেন্দ্র। ১০০ দিনের কাজের টাকাও দেয়নি মোদী সরকার। টাকা দেওয়া না হলে দিল্লি গিয়ে টানা আন্দোলন কর্মসূচিতে সেই টাকা ছিনিয়ে নিয়ে আসতে হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বলেন, ”তৃণমূল সরকার কোনও প্রকল্পের সুবিধা দিতে রাজনৈতিক রং বিচার করে না। গত দুবছরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকার ৩৭ হাজার কোটি টাকা খরচ করেছে। পরিবারের প্রত্যেক মহিলাকেই এই প্রকল্পে প্রত্যেক মাসে ৫০০ টাকা করে দেয় এই সরকার। অন্যদিকে, কেন্দ্রের বিজেপি সরকার আধার-প্যান কার্ড লিঙ্ক করাতে সাধারণ মানুষের কাছ থেকে ১০০০ টাকা নেয়।”
জনসংযোগ কর্মসূচির ১৫ তম দিনে বীরভূমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫ বৈশাখ মুরারইয়ের সভা শুরু আগেই কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন অভিষেক। অনুব্রতহীন বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার দিকে নজর ছিল সকলের।
