Darjeeling Tourism: টাইগার হিলে ঘুরতে যাওয়া নিয়ে তৈরি নয়া সংশয়! পর্যটকদের বাড়ল চিন্তা – darjeeling tour operators demand to slash fees and remove coupon system to visit tiger hill view point


টাইগার হিলে ভিড় কমাতে সম্প্রতি কুপন সিস্টেমে বদল এনেছে প্রশাসন। তবুও শৈলশহরের অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট পয়েন্ট নিয়ে তৈরি নয়া সমস্যা। ক্ষুব্ধ ট্যুর অপারেটর থেকে পর্যটকেরা।টাইগার হিল, ভোরের প্রথম সূর্যের রশ্মিতে ঝলমল করে ওঠে এভারেস্ট থেকে কাঞ্চনজঙ্ঘা। এমন নৈসর্গিক দৃশ্য দেখতেই বছরের পর বছর সেখানে ভিড় জমান দেশি থেকে বিদেশি পর্যটকেরা। কিন্তু অভিযোগ, টাইগার হিলে ঘোরার খরচ ক্রমশ বেড়েই চলেছে। একধাক্কায় টাইগার হিলে মাথা পিছু প্রবেশ মূল্য ৭০ টাকা হয়ে যাওয়ায় অসন্তুষ্ট পর্যটক থেকে ট্যুর অপারেটররা । তাদের দাবি, অবাঞ্ছিত কিছু খাতে টাকা নেওয়া হচ্ছে। এই সব ঝক্কিতে পর্যটকেরাও টাইগার হিল ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন। যদিও প্রশাসনের দাবি, অতিরিক্ত চার্জ হিসেবে যা বলা হচ্ছে, তা আসলে জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ন্যূনতম টাকা ধার্য করেছে জিটিএ ও বন দফতর। প্রতিদিন গড়ে শতাধিক মানুষ টাইগার হিলে আসেন। তাদের ফেলা বর্জ্য পরিষ্কারের জন্যই এই টাকা বলে জানিয়েছে প্রশাসন।

Darjeeling Tourism: পর্যটকদের জন্য সুখবর, টাইগার হিলে যাওয়ার ঝক্কি শেষ! বড় সিদ্ধান্ত

এর আগেও টাইগার হিল ঘোরার খরচ নিয়ে অভিযোগ তুলেছিলেন ট্যুর অপারেটররা। তাদের দাবি, টাইগার হিলে প্রথমে পার্কিং ফি বাবদ শুধু দশ টাকা দিতে হত। পরে বন দফতর ও জিটিএ ফি আদায় শুরু করতেই সেই খরচের সঙ্গে জুড়েছে মাথা পিছু ৭০ টাকা প্রবেশ মূল্য। ফলে পর্যটক ছাড়াও সব মিলিয়ে গাড়ি পিছু চালকদেরও এখন থেকে দিতে হচ্ছে ৮০ টাকা করে। অথচ সেই তুলনায় টাইগার হিলে পরিষেবা উন্নত হচ্ছে না বলে অভিযোগ পর্যটকদের একাংশেরও।

Eco Tourism in Tripura : লক্ষ্য পর্যটন শিল্পের বিকাশ, ইকো ট্যুরিজমে জোর ত্রিপুরার সরকারের

সম্প্রতি টাইগার হিলে জ্যামজট কমাতে কুপন ব্যবস্থা চালু করেছে প্রশাসন। টাইগার হিলে যেতে গাড়িকে আগে সংগ্রহ করতে হয় কুপন। সেই কুপন নিয়েও অসন্তুষ্ট গাড়ি চালক ও ট্যুর অপারেটররা। ট্রাফিক পুলিশ সূত্রে দাবি, প্রতিদিন টাইগার হিলে যাওয়ার জন্য ৫৫০টি গাড়িকে কুপন দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধে ছটার মধ্যে কার্শিয়াং, সুখিয়াপোখরি, দার্জিলিং সদর এবং জোড়বাংলো থেকে কুপন দেওয়ার ব্যবস্থা রয়েছে।

Tiger Hill : পর্যটকদের জন্য বিরাট সুখবর, খুলছে টাইগার হিল প্যাভিলিয়ন

দার্জিলিং অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট-এর জেনারেল সেক্রেটারি প্রদীপ লামার বলেন, ”এই কুপন সিস্টেম তুলে দেওয়া উচিত।” তাঁর দাবি, ”বন দফতরের যে খাতে টাইগার হিলের জন্য টাকা নিচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। টাইগার হিলে কোনও আন্তর্জাতিক সীমান্ত নেই তাহলে কুপনের কী দরকার? ওখানে কোনও যদি কোনও অভয়ারণ্য থাকেই, তাহলে প্রজননের সময়ে ১৬ জুন থেকে ১৬ সেপ্টেম্বর অবধি তো বন্ধ রাখা উচিত। তা তো হয়নি। বন দফতরের এই অভয়ারণ্যের নামে ফি নেওয়ার কোনও যুক্তিই নেই। এভাবে টাকা বেড়ে চললে দার্জিলিং শুধু টাকা দেওয়ার ট্যুরিস্ট স্পট হয়ে উঠবে। তাতে আগ্রহ হারাবেন পর্যটকেরা।” এর ফলে আদপে ট্যুর অপারেটর, গাড়ি চালক ও পর্যটন ব্যবসায়ীরা রোজগার হারাবেন বলে আক্ষেপ করেন প্রদীপ লামা।

Beer price in west bengal : দিঘা-মন্দারমণিতে বেশি দামে মদ কিনতে বাধ্য হচ্ছেন? কোথায়-কী ভাবে অভিযোগ জানাবেন জানুন

অন্য এক ট্যুর অপারেটর বলেন, এমনিই কুপন চালুর পর অনেক ট্যাক্সি ড্রাইভাররা আর টাইগার হিল রুটে যেতে চাইছেন না। যদি কোনও কারণে পর্যটকেরা ট্যুর ক্যানসেল করেন তাহলে আবার কুপন ফেরানোরও ব্যবস্থা নেই। এইসব ঝক্কির জেরেও আরও জটিল হয়ে উঠেছে টাইগার হিল ভ্রমণ।

IRCTC: ট্রেনে যাত্রীদের থেকে খাবারের দাম বেশি নেওয়ার অভিযোগ! বিক্রেতাদের কড়া দাওয়াই আইআরসিটিসির

উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই কুপন সিস্টেম শুরু হয় টাইগার হিলে। শুরুতে এই কুপনের জন্য আলাদা কোনও টাকা লাগত না। কিন্তু, পরে বন দফতর মাথা পিছু ৫০ টাকা চার্জ এর সঙ্গে যুক্ত হয়। খরচ আরও বাড়ে ২০২২ সালে। এর সঙ্গে জোড়ে জিটিএ-এর ২০ টাকা চার্জ। যদিও বন দফতরের অধিকর্তার দাবি, গোটা ভারতে অভয়ারণ্যে প্রবেশের ক্ষেত্রেই এই ফি দিতে হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *