Digha News : ব্যাঙ্কের ভিতর টাকা ছিনতাই করতে গিয়ে ধৃত বাংলাদেশি যুবক, শোরগোল দিঘায় – bangladeshi man arrested for trying to snatch money at a bank in digha


West Bengal News : এক দেশ থেকে বেড়াতে এসেছিলেন আরেক দেশে। আর সেই বেড়াতে এসেই ঘটালেন মারাত্মক কাণ্ড। সোজা ব্যাঙ্কের ভিতরে ঢুকে এক গ্রাহকের থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করল এক বাংলাদেশি যুবক। ওল্ড দিঘায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভিতরে টাকা ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল বাংলাদেশি ওই যুবক।

আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, গতকাল সোমবার সকালে ব্যাঙ্কে এসে ঢোকে ওই বাংলাদেশি যুবক। সেই সময়েই এক গ্রাহকের টাকা ছিনতাই করতে গিয়ে ধরা পরে যায় সে।

Dakshin 24 Pargana : পকেটে ঠাসা জাল নোটের বাণ্ডিল! মথুরাপুরে গ্রেফতার যুবক, রহস্য
ধৃত যুবকের নাম মোহাম্মদ টিটন খান। বাড়ি বাংলাদেশের খুলনা জেলার পানি গতি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ৩০ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতে ঢোকে। তারপর গত ৭ মে দিঘায় আসে। নিউ দিঘার একটি হোটেলে ঘর ভাড়া নেয়।

গতকাল দিঘার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এক গ্রাহক তথা স্থানীয় দিঘা থানার বাসিন্দা প্রসেনজিৎ প্রধান ১ লাখ ৭০ হাজার টাকা জমা দিতে যান। এই বিষয়ে প্রসেনজিৎ বাবু বলেন, “আমি যখন ড্রাফটি পূরণ করছিলাম পাশে থাকা টাকার ব্যাগটি ওই যুবক ব্লেড দিয়ে কাটতে শুরু করে তখনই আমার নজরে আসে। তৎক্ষণাৎ আমি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। ব্যাঙ্ক কর্তৃপক্ষ দিঘা থানায় ফোন করলে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাঁকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।”

Dakshin 24 Parganas : জাল নোট সমেত পুলিশের হাতে গ্রেফতার যুবক, সাংবাদিক সম্মেলন করে কী বার্তা প্রশাসনের?
দিঘা থানার পুলিশ ধৃত মোহাম্মদ টিটন খান কে আজ কাঁথি আদালতে পাঠায়। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাংলাদেশি যুবক প্রথম থেকেই অসংলগ্ন কথা বার্তা বলতে শুরু করেছে। তাই এখন দেখা হচ্ছে সে বাংলাদেশের কোনও কুখ্যাত দুষ্কৃতী কিনা। কারণ তার কথায় বেশ গোলমাল লক্ষ্য করছে পুলিশ।

পুলিশকে নাকি টিটন জানিয়েছে, ভারতে এসে টিটন খানের টাকা, মোবাইল সব ছিনতাই হয়ে গিয়েছে। হাতে কোনও টাকা নেই। তাই কোনও উপায় না পেয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে সে। যদিও ওই বাংলাদেশি যুবকের কথাগুলি যাচাই করে দেখার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

Uttar 24 Pargana : সম্পত্তিগত বিবাদের জেরে ভাইকে খুনের চেষ্টা! দেগঙ্গায় গ্রেফতার প্রৌঢ়
তার পাসপোর্ট ও ভিসা বাজেয়াপ্ত করেছে পুলিশ। উল্লেখ্য, অনেক বাংলাদেশি দুষ্কৃতী ওই দেশে অপরাধ ঘটিয়ে ভারতে এসে আশ্রয় নিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করে। এই ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে কিনা, খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *