সেই দলে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের ওসি বীরেশ্বর চট্টোপাধ্যায়কেও রাখার কথা বলেছিল আদালত। সেই নির্দেশ মেনে এদিন সরকারিভাবে সিট গঠিত হলো। প্রণব কুমার ও বীরেশ্বর ছাড়াও এই সিটে থাকছেন একজন অতিরিক্ত এসপি, একজন ডিএসপি, একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। এছাড়া দু’জন সাব-ইন্সপেক্টরকেও এই দলে রাখা হচ্ছে।
ইতিমধ্যে সিআইডির কাছ থেকে মামলার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথিপত্রও নিয়েছে সিট। তারা যাবতীয় নথিপত্র পরীক্ষা করে দেখছে। সেগুলি খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব করা হবে।