Lalan Sheikh : লালনের মৃত্যু রহস্য: গঠিত সিট – sit constituted to probe the death of bogtui massacre accused lalon sheikh in cbi custody


এই সময়: সিবিআই হেফাজতে বগটুই গণহত্যায় অভিযুক্ত লালন শেখের মৃত্যুরহস্যের তদন্তে সিট গঠন হলো সোমবার। কলকাতা হাইকোর্ট গত সপ্তাহেই নির্দেশ দেয়, এই মামলায় আর সিআইডি তদন্ত করবে না। তদন্তভার দিতে হবে রাজ্যের আইপিএস প্রণব কুমারের নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল বা সিটকে।

Lalan Sheikh Bogtui : ‘রফা করতে ৫০ লাখ চেয়েছিল CBI’, বিস্ফোরক দাবি লালনের স্ত্রীর
সেই দলে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের ওসি বীরেশ্বর চট্টোপাধ্যায়কেও রাখার কথা বলেছিল আদালত। সেই নির্দেশ মেনে এদিন সরকারিভাবে সিট গঠিত হলো। প্রণব কুমার ও বীরেশ্বর ছাড়াও এই সিটে থাকছেন একজন অতিরিক্ত এসপি, একজন ডিএসপি, একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। এছাড়া দু’জন সাব-ইন্সপেক্টরকেও এই দলে রাখা হচ্ছে।

Lalon Sheikh Murder : লালন মৃত্যু মামলায় রাজ্য পুলিশেই আস্থা হাইকোর্টের, SIT গঠনের নির্দেশ
ইতিমধ্যে সিআইডির কাছ থেকে মামলার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথিপত্রও নিয়েছে সিট। তারা যাবতীয় নথিপত্র পরীক্ষা করে দেখছে। সেগুলি খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *