Malda News : বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা না থাকায় জলসেচে সমস্যা ইসলামপুরে, খোদ মন্ত্রীর এলাকাতেই ক্ষুব্ধ চাষিরা – irrigation problem in islampur due to lack of electricity supply system


West Bengal News : তপ্ত গরমে ফুটিফাটা অবস্থা চাষের জমির। চাষের জমির ধারে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা না থাকায় তৈরি হয়েছে জল সংকট। ডিজেল চালিত মেশিন ভাড়া করে অতিরিক্ত খরচ মাথায় নিয়ে জমিতে জলের ব্যবস্থা করতে হচ্ছে চাষিদের। দু’দিন আগেই মালদায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিষয়টি স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তাজিমুল হোসেন উত্থাপিত করলেও বিদ্যুৎ সংযোগ কবে হবে তার নিশ্চয়তা নেই। ক্ষুব্ধ ইসলামপুর গ্রামের চাষিরা।

Kalbaisakhi Storm : চাষিদের ‘পাকা ধানে মই’ দিল কালবৈশাখী, ক্ষতির মুখে ইন্দাসের কৃষকরা
রাজ্যের শাসকদল তৃণমূলের মন্ত্রীর গড় মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা। হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বহু কৃষিক্ষেত্র এলাকায় বিদ্যুৎ পরিষেবা নেই। মালদার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের টাল ভাকুরিয়া, দক্ষিণ ও উত্তর ভাকুরিয়া মৌজা গুলির মাঠে প্রায় ২ হাজার হেক্টর চাষের জমি রয়েছে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে।

Water Crisis: এক ফোঁটা জলের সন্ধানে ভেঙেছে দাঁত! ফেটে গিয়েছে কপাল-নাক, আজব দুর্ঘটনা মালদায়
ধান, ভুট্টা, পাট, সরিষা এইগুলি মূলত চাষ হয়ে থাকে ওই এলাকার মাঠ গুলিতে। বর্তমানে গ্রীষ্মকালে ওই এলাকায় শুরু হয়েছে পাটের চাষও। প্রচণ্ড দাবদাহ চলছে। জলের অভাবে চাষের জমির মাটি ফুটিফাটা হয়ে গিয়েছে। তৃষ্ণার্ত জমির প্রবল পিপাসা মেটাতে চড়া দামে কেনা ডিজেল পুড়িয়ে পাম্প মেশিন চালিয়ে পরিশ্রম করে জমিতে জলসেচের ব্যবস্থা করে চলেছন কৃষকেরা।

Malda News : রাতের অন্ধকারে সরকারি জমি দখল, অভিযোগের আঙুল সিভিক ভলান্টিয়ারের দিকে
চাষিদের অভিযোগ, দু’দিন আগে মালদায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজিমুল হোসেন মুখ্যমন্ত্রীর কাছে শুধু বাড়ি বাড়ি বিদ্যুতের জন্য খুঁটি চাইলেন। কিন্তু তার বিধানসভাতে বিদ্যুৎ পরিষেবা না থাকার দরুণ মাঠে চাষাবাদ মারা পড়ছে। অথচ সে ব্যাপারে কোনও উচ্চবাচ্য করা হচ্ছে না। মন্ত্রীর কথা শুনে আমরা রীতিমতো হতাশাগ্রস্ত।

মডেল ময়না-য় মৃত্যু ৩০০ মৎস্যচাষির! বিস্ফোরক তথ্য নিয়ে মুখ খুললেন অধিকর্তা
কিন্তু হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় জল, আলো, রাস্তাঘাট সহ হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের অধীনে ইসলামপুর গ্রামে হয় ব্যাপক হারে ভুট্টা চাষ। কিন্তু মাঠে বিদ্যুৎ না পৌঁছনোর কারণে সেই চাষে ব্যাপক কোপ পড়ছে। সেইসব সমস্যা কেন তুলে ধরলেন না তাজমুল? প্রশ্ন উঠেছে এলাকাতে। এই ঘটনা সামনে আসতেই শাসকদলের মন্ত্রীকে একযোগে আক্রমণ করেছে বিরোধীরা।

Abhishek Banerjee : ‘এলাকার সমস্যা স্থানীয় নেতৃত্বকেই মেটাতে হবে’, মালদা ছাড়ার আগে কড়া নির্দেশ অভিষেকের
মালদা উত্তরের বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রতন দাস বলেন, “এরা যদি জনগণের ভোটে জয়ী হতো তাহলে জনগনের প্রতি এদের দায়িত্ববোধ থাকতো। এদের চরিত্র মানুষ বুঝে গিয়েছে।” যদিও এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজিমুলের হোসেনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, স্থানীয় সিপিএম নেতা শেখ খলিল বলেন, “মন্ত্রী হাওয়ায় হয়েছেন। মন্ত্রীর কাছে এলাকার প্রকৃত সমস্যার কোনও খোঁজ নেই। উনি কি জানেন, বহু গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছয়নি। বিদ্যুতের অভাবে চাষিরা জমিতে সেচের কাজ করতে পারছেন না আর বলে দিলেন, বিদ্যুতের সমস্যা নেই।’’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *