Mamata Banerjee : ‘ভোটের জন্য শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথের জন্মস্থান বলা যায়’, রবিস্মরণের মাঝেই কটাক্ষ মমতার – mamata banerjee attacks narendra modi amit shah at rabindra jayanti program


রবীন্দ্রজয়ন্তীতে নাম না করেই মোদী-শাহকে কটাক্ষ করেলন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধনধান্য স্টেডিয়ামে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে বিশ্বকবিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই তাঁর বক্তব্যের মধ্যে ছিল রাজনৈতিক খোঁচাও। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজনীতি করা শোভা পায় না বলেও ঠারেঠোরে এদিন ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Amit Shah News: ঠাকুরবাড়িতে শাহ, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
মমতার রবিস্মরণ

কবিস্মরণের সময়ই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলা আমাদের শোভা পায় না। যে কবি আমাদের প্রাণের কবি, যে কবি আমাদের বিশ্বের ছবি দেখিয়েছেন, যে দেশকে স্বাধীনতা আন্দোলন, নবজাগরণ দেখিয়েছেন, বিভেদের বিরুদ্ধে যে রুখে দাঁড়াতে শিখিয়েছেন। জীবনের প্রতিটি স্পন্দে রবীন্দ্রনাথকে পাবেন। জন্ম থেকে মৃত্যু, শান্তি থেকে সংস্কৃতি, সবেতেই রবীন্দ্রনাথ রয়েছেন।”

Mamata Banerjee : ‘আমার মৃত্যুর পরে ওঁরা…’, মমতার মন্তব্যে তীব্র শোরগোল
মোদী-শাহকে কটাক্ষ মমতার

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এদিন কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সায়েন্স সিটি অডিটোরিয়ামেও তিনি কবিপ্রণাম অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেই প্রেক্ষাপটেই এদিন তাঁর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, “আজ আমাদের শপথ নেওয়ার পালা। যে আদর্শ নিয়ে কবিগুরু বাংলাকে এগিয়ে নিয়ে গিয়েছেন, যে আদর্শ নিয়ে তিনি গোটা বিশ্বকে পথ দেখিয়েছেন, সেই আদর্শ থেকে আমরা যেন কখনও বিচ্যুত না হতে পারি। আমরা যেন কখনও নিজেদের আত্ম অহংকারী না ভাবি। আমরা যেন কখনও না ভাবি, নির্বাচনের প্রয়োজনে পাঁচ টাকায় কাউকে কাউকে দিয়ে কিনতে পাওয়া যায়। এমনকী ভুল করে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের জন্মস্থান এ কথা বলা যায়। বিদ্যাসাগরের মূর্তিও ভেঙে ফেলে যায়।”

Amit Shah : জনতার রবি-প্রণাম নির্বিঘ্ন হোক শাহর ঠাকুরবাড়ি সফরেও
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, “নির্বাচনের প্রয়োজনে না জেনে লিখে নিয়ে এসে অথবা টেলিপ্রম্পটারে অনেক বড় বড় কথা বলা যায়। কিন্তু, আমি বলব, হৃদয়কে মুক্ত রাখুন। হৃদয় থেকে রবি আরাধনা হোক, রবি বন্দনা হোক। তবেই তো রবীন্দ্রনাথকে আমরা জানতে পারব। তিনি রাজনৈতিক নেতৃত্ব নয়, কলমের মাধ্যমে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন।” সবশেষে তিনি বলেন, “আমরা ভাঙতে চাই না গড়তে চাই। সংকীর্ণতার প্রাচীর ভাঙতে চাই। তাইতো কবি লিখে গিয়েছেন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *