Manipur Violence: ‘বাইরে জ্বলছে ঘরবাড়ি! বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটকে আমরা’, এখনও চোখেমুখে আতঙ্ক স্পষ্ট মণিপুর ফেরত দিশারীর – a student from new barrackpore uttar 24 pargana returned from manipur amid violence situation


অশান্তিতে জ্বলছে মণিপুর। বিগত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে। তবে এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সেখানকার পরিস্থিতি। সারাদেশ থেকে বহু ছাত্রছাত্রীন পড়াশোনার জন্য মণিপুরে যান। বিশেষ করে মণিপুরের রাজধানী ইম্ফলে রয়েছে পশ্চিমবঙ্গের প্রচুর ছাত্র-ছাত্রী। চিন্তায় নাওয়া-খাওয়া ভুলেছেন তাঁদের বাড়ির লোক। টিভি চ্য়ানেলে, খবরে মণিপুরের অশান্তির কথা শুনে অস্থির হয়ে ওঠেছেন পরিবারের মানুষ। প্রশাসনের সহায়তায় ঘরের ছেলে মেয়ে ঘরে ফিরতে তবে স্বস্তি। তেমনই এক বঙ্গ কন্যা সোমবার মণিপুর থেকে ফিরেছেন বাড়ি । উত্তর দমদমের নিউ ব্যারাকপুরের বাসিন্দা দিশারী বিশ্বাস ঘরে ফিরে জানালেন গত কয়েকদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই কয়েকটা দিন বিশ্বাস পরিবারের খাওয়া ঘুম একেবারে উড়ে গিয়েছিল।Manipur Violence: জ্বলছে মণিপুর, প্রাণ হাতে করে ঘরে ফিরলেন পড়ুয়ারা

সোমবার মণিপুর থেকে মোট ১৮ জন বাংলার পড়ুয়া কলকাতায় ফেরেন। তার মধ্যে উত্তর দমদমের নিউ ব্যারাকপুরের বাসিন্দা দিশারী বিশ্বাসও ছিলেন। দিশারী সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ছাত্রী। যখন থেকে এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। তখন থেকেই দিশারী সহ সকলেই বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ছিলেন। কলেজ চত্বর সেনাবাহিনী দিয়ে ঘেরা ছিল সে জায়গা বলে জানান তিনি।

মণিপুরে বেশ কয়েকটি জেলায় অশান্তির ঘটনা ঘটে তার মধ্যে রাজধানী ইম্ফলও ছিল। গত মঙ্গলবার থেকে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তবে এক-দুদিন পর থেকে উত্তেজনা আরও বাড়ে। ইম্ফলে শুরু হয় ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ে। তবে মণিপুরের সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয় বলে জানান দিশারী।

Amit Shah Manipur: ‘মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে’, ছ’দিন বাদে ‘ঘুম ভাঙল’ অমিত শাহর?

মণিপুরে অশান্তির খবর আসতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি হেল্পলাইন নম্বর চালু করেন। সেখানে আটকে পড়া এ রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে নিয়ে আসতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। গত শুক্রবারই রাজ্য সরকারের কাছে ই-মেল করেন দিশারী এবং শনিবার হেল্পলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করেন। দিশারীর আবেদনও দ্রুত গৃহীত হয়। সোমবার ইম্ফল থেকে বিশেষ বিমানে কলকাতায় নিয়ে আসা হয় ১৮ জন পড়ুয়াকে।

Manipur Violence News : অগ্নিগর্ভ মণিপুরে মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের, জানালেন মুখ্যমন্ত্রী

দিশারী জানান, “আশা করছি খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আবারও আমি ফিরব ইম্ফলে। কলেজে ফিরে বাকি পড়াশোনাও শুরু করব। ” এই কয়েকটা দিন আতঙ্কের মধ্যে থাকলেও বর্তমানে বাড়ি ফিরে আতঙ্ক কাটিয়ে উঠেছেন দিশারী। সেই সঙ্গে তাঁর পরিবারও।

Mamata Banerjee : মণিপুরে ‘বন্দি’-দের ফেরাতে তৎপর সরকার, নবান্নে কন্ট্রোল রুম মমতার

দিশারীর পরিবারের এক সদস্য বলেন, “ দিশারী যতক্ষণ না বাড়ি ফিরছিল ততক্ষণ সাংঘাতিক চিন্তার মধ্যে ছিলাম। এখন পুরো নিশ্চিন্ত আমরা। যতদিন না পুরো পরিস্থিতি শান্ত হচ্ছে, ততদিন ওখানে আর না যাওয়ার কথাই বলেছি। আশা করছি সব কিছু আগের মতো স্বাভাবিক হবে খুব তাড়াতাড়ি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *