Mukul Roy Amit Shah : অমিত শাহকে স্বাগত জানালেন মুকুল রায়? ফ্রেঞ্চ কাট দাড়ি আর সাদা পাঞ্জাবিতে এয়ারপোর্টে কে? – is amit shah welcomed by mukul roy at kolkata airport know the truth


অরিজিৎ দে, রূপসা ঘোষাল | এই সময় ডিজিটাল এক্সক্লুসিভ

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বঙ্গ সফরে অমিত শাহ। সোমবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নামেন তিনি। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এয়ারপোর্টে স্বাগত জানাতে পৌঁছে গেলেন মুকুল রায় (Mukul Roy)! শুভেন্দু অধিকারী সহ BJP-র শীর্ষস্থানীয় নেতাদের পাশে দাঁড়িয়ে উত্তরীয় পরিয়ে প্রণাম জানালেন তাঁকে? সংবাদমাধ্যমের একাংশে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে এই দৃশ্য দেখে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে।

Amit Shah : জনতার রবি-প্রণাম নির্বিঘ্ন হোক শাহর ঠাকুরবাড়ি সফরেও

এয়ারপোর্টে মুকুল রায়?

খাতায় কলমে তিনি BJP-র বিধায়ক। আবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের উপস্থিতিতেই প্রত্যাবর্তন হয়েছিল তৃণমূল কংগ্রেসে। সম্প্রতি আবার দিল্লিযাত্রা করেছিলেন অসুস্থ মুকুল রায়। জানিয়েছিলেন তিনি BJP-র বিধায়ক এবং BJP-তে থেকেই রাজনীতি করতে চান। তৃণমূলের বিরুদ্ধে তাঁর লড়াই বলে মন্তব্য ছিল মুকুল রায়ের। অমিত শাহের সঙ্গে তাঁর সাক্ষাতের দাবি ঘিরে জল্পনা রটেছিল ফের একবার ফুলবদল করতে চলেছেন মুকুল রায়।

Dilip Ghosh : ‘বাঁচার কোনও রাস্তা নেই…’, বাঁকুড়া থেকে বিরোধীদের হুঁশিয়ারি দিলীপের
এসবের মধ্যেই এবার কলকাতা বিমানবন্দরের একটি ভিডিয়ো ঘিরে হইচই পড়ে গেল। তবে কি অমিত শাহের বঙ্গ সফরের (Amit Shah In Bengal) মধ্যেই BJP-তে প্রত্যাবর্তন করবেন মুকুল? খোঁজ নিতেই আসল তথ্য এল এই সময় ডিজিটালের হাতে। ভিডিয়োতে অমিত শাহকে উত্তরীয় পরিয়ে দেওয়া ওই ব্যক্তিকে দেখতে অবিকল মুকুলের মতো হলেও তিনি মুকুল রায় নন।

Tripura News : শাহি সফরের আগেই ত্রিপুরায় আসছেন কেন্দ্রের মধ্যস্থতাকারী, তিপ্রা মোথার সঙ্গে আগাম আলোচনা?

অমিত শাহকে উত্তরীয় পরালেন কে?

কলকাতা এয়ারপোর্টে অমিত শাহকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়েছেন উমাশংকর ঘোষ দস্তিদার। তিনি BJP-র প্রোটোকল কনভেনর। প্রোটোকল অনুযায়ীই তিনি পৌঁছে গিয়েছিলেন বিমানবন্দরে। বাকি শীর্ষ নেতাদের সঙ্গ দাঁড়িয়ে তিনিও উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অমিত শাহকে। আর সেই ভিডিয়ো প্রকাশ হতেই গোল বাঁধে।

Mamata Banerjee : শাহ মণিপুরে যাচ্ছেন না কেন: মমতা
ডামি মুকুল!

সাদা ফ্রেঞ্চ কাট দাড়ি আর পাঞ্চাবিতে উমাশংকর ঘোষ দস্তিদারকে দেখে মুকুল রায়ের সঙ্গে গুলিয়ে ফেলেন কেউ কেউ। ভিডিয়োতে দেখা গিয়েছে, অমিত শাহের উড়ান নামতেই একে একে তাঁকে ফুল এবং উত্তরীয় পরিয়ে স্বাগত জানান শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, স্বপন দাশগুপ্ত, অগ্নিমিত্রা পাল সহ অন্যরা। তারপরই ছিলেন এই উমাশংকর ঘোষ দস্তিদার। কিন্তু, এক ঝলকে দেখে মনে হচ্ছে, অমিত শাহকে স্বাগত জানাতে মুকুল রায় বুঝি পৌঁছে গেলেন এয়ারপোর্টে।

Abhishek Banerjee : গলা কেটে নিলেও…দিল্লির কাছে মাথা নত করব না: অভিষেক

Umashankar Ghosh Dastidar

Umashankar Ghosh Dastidar উমাশংকর ঘোষ দস্তিদার। সৌজন্যে-Facebook/umashankar.ghoshdastidar

এয়ারপোর্টে উপস্থিত রাহুল সিনহা বলেন, “না তো, অমিত শাহকে স্বাগত জানাতে মুকুল রায় তো আসেননি। অন্তত আমি তো তেমনটা দেখিনি।” এরপরই এই সময় ডিজিটালের পক্ষ থেকে উমাশংকর ঘোষ দস্তিদারকে যোগাযোগ করা হয়। তিনি বলেন, “সবাই জানে আমার মুখের সঙ্গে মুকুল রায়ের মিল রয়েছে। দিল্লির নেতারাও বিষয়টা জানে।” আর এই ডামি মুকুল ঘিরেই যত গোলমাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *