Mukul Roy Health Update: স্মৃতিশক্তির সমস্যা! দিল্লি থেকে ফিরে ‘আনফিট’ মুকুল? – how is mukul roy after returning from delhi know details


তাঁর দিল্লিযাত্রা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বঙ্গ রাজনীতিতে। কিন্তু, যে চমকের প্রত্যাশা বঙ্গ করছিল তা ঘটেনি। নতুন করে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিতে দেখা যায়নি মুকুল রায়কে। যদিও তিনি জানিয়েছিলেন, পদ্ম শিবিরের হয়ে কাজ করতে উদগ্রীব।

সোমবার রাতে রাজ্যে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন বঙ্গ BJP-র শীর্ষ নেতৃত্ব। কিন্তু, একটি ভিডিয়ো ঘিরেই বেজায় গোল বাঁধে। এই ভিডিয়োটিতে এক ব্যক্তিকে মুকুল রায়ের সঙ্গে গুলিয়ে ফেলেন অনেকেই। মুকুল রায় কি অমিত শাহকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন? তাঁকে দেখেও কি এড়িয়ে গিয়েছেন শাহ?

Mukul Roy Amit Shah : অমিত শাহকে স্বাগত জানালেন মুকুল রায়? ফ্রেঞ্চ কাট দাড়ি আর সাদা পাঞ্জাবিতে এয়ারপোর্টে কে?
উঠে আসে এই ধরনের একাধিক প্রশ্ন জানা গিয়েছে, তিনি মুকুল রায় নন। BJP-র প্রোটোকল কনভেনরের দায়িত্বপ্রাপ্ত উমাশংকর ঘোষ দস্তিদারকেই অনেকেই ভুল করে মুকুল রায় ভেবে বসেছিলেন। কিন্তু, যাঁকে নিয়ে এত আলাপ আলোচনা, কোথায় সেই মুকুল রায়? দিল্লি থেকে ফিরে আসার পর সেভাবে কোনও রাজনৈতিক মঞ্চেও তাঁকে দেখা যায়নি।

মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সহাস্যে জানান, এয়ারপোর্টে তাঁর বাবা উপস্থিত ছিলেন না। সোমবার রাতে তিনি বাড়িতেই ছিলেন। কোথাও বার হননি।

Tripura News : শাহি সফরের আগেই ত্রিপুরায় আসছেন কেন্দ্রের মধ্যস্থতাকারী, তিপ্রা মোথার সঙ্গে আগাম আলোচনা?
এখন কেমন আছেন মুকুল রায়?
তিনি দিল্লি যাওয়ার পরও একাধিকবার শুভ্রাংশু রায় দাবি করেছিলেন, তাঁর বাবা শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে অসুস্থ। মুকুলকে ফিরিয়ে আনার জন্য থানার দ্বারস্থও হয়েছিলেন শুভ্রাংশু। দিল্লি থেকে ফেরার পর এখন কেমন আছেন মুকুল রায়?

শুভ্রাংশু জানান, আপাতত শারীরিকভাবে অনেকটাই ভালো রয়েছেন তাঁর বাবা। কিন্তু, স্মৃতিশক্তিজনিত সমস্যায় ভুগছেন তিনি। এই সমস্যা কবে মিটবে, তা চিকিৎসকরাও নির্দিষ্ট করে বলতে পারছেন না বলে মন্তব্য করেছেন শুভ্রাংশু।

Amit Shah News: ঠাকুরবাড়িতে শাহ, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
তাৎপর্যপূর্ণভাবে দিল্লিতে গিয়ে মুকুল রায়ের কণ্ঠে শোনা গিয়েছিল তৃণমূলের বিরোধিতাও। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে BJP-র টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মুকুল রায়। যদিও ফলাফল ঘোষণার কয়েক দিনের মধ্যে তিনি যোগদান করেন তৃণমূলে।

স্ত্রীর মৃত্যুর পর ক্রমশ শরীর ভাঙতে থাকে বাংলার এই নেতার। প্রভাব পড়ে তাঁর মানসিক স্বাস্থ্যের উপরেও। মুকুল রায়ের দিল্লি যাত্রা প্রসঙ্গে তাঁর ছেলে শুভ্রাংশু ‘বিরোধী চক্রান্ত’-এর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। যদিও মুকুল স্বয়ং দাবি করেছিলেন, কেউ তাঁকে জোর করেনি। তিনি স্বইচ্ছায় দিল্লি গিয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *