এই সময়, নয়াদিল্লি: দেশের রেশন ডিলারদের ন্যায্য পাওনা সংক্রান্ত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ প্রার্থনা করলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷ এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি। সৌগতর দাবি, সাম্প্রতিক কালে গোটা দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে মূল্যবৃদ্ধি সংক্রান্ত সমস্যার জেরে৷ রেশন ডিলাররাও তার ব্যতিক্রম নন৷ তাঁদেরও গ্রাসাচ্ছাদনের লড়াই চালাতে হচ্ছে প্রতিনিয়ত৷
অথচ এখনও তাঁরা সরকারের থেকে ন্যায্য পাওনা পাচ্ছেন না৷ তার উপরে ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে তাঁদের দোকানের ভাড়া, বিদ্যুতের মাশুল, মজুরদের বেতন৷ এই আবহে কেন্দ্রীয় সরকার তাদের নিজেদের কর্মীদের জন্য দফায় দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করলেও বহু তদ্বিরের পরেও রেশন ডিলারদের মার্জিন কুইন্টল প্রতি মাত্র ২০ টাকা বাড়ানো হয়েছে
৷ সম্প্রতি দেশের প্রতিটি রাজ্যের খাদ্যমন্ত্রীদের সম্মেলনে বেশ কিছু রাজ্যের তরফে দাবি জানানো হয়েছে, রেশন ডিলারদের মার্জিন বাড়িয়ে কুইন্টল প্রতি ২০০ টাকা করা হোক৷ রেশন ডিলাররা তাঁদের সমস্যার সমাধানের জন্য বারবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেও লাভের লাভ কিছুই হয়নি, অভিযোগ সৌগতর৷ জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় থাকা রেশন ডিলারদের সমস্যা সমাধানে এগিয়ে আসুক মোদী সরকার, রাজ্যের ঘাড়ে কোনও দায় না চাপিয়েই প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে আর্জি জানিয়েছেন তিনি৷