Panchayat Election : নতুন কমিশনার নিয়োগের পরই রাজ্যে পঞ্চায়েতের দিন ঘোষণা? – some claim that the state government will announce the decision on the panchayat polls after appointing the new election commissioner


এই সময়: অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচি শেষ হওয়ার পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। কিন্তু পঞ্চায়েত ভোট সত্যিই কবে হবে–তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। কারণ, রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস আগামী ২৮ মে অবসর নিচ্ছেন। গত ২৮ মার্চই তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়েছিল। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই আইনমাফিক রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ দু’মাস বাড়ানো হয়।

Panchayat Election West Bengal: জল মাপতে পথে শাসক-বিরোধী, বর্ষা পেরিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোট?
বর্তমান আইনে তাঁর মেয়াদ আর বাড়ানোর সুযোগ নেই। তাই এখনই রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হচ্ছে না বলেই রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর। নতুন নির্বাচন কমিশনার নিয়োগের পর রাজ্য সরকার পঞ্চায়েত ভোট নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে বলে নবান্নের কর্তাদের একাংশের দাবি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা কর্মসূচি শেষ হচ্ছে জুনের শেষ সপ্তাহে।

Mamata Banerjee & Abhishek Banerjee : প্রশাসনিক সভা শেষে ‘নব জোয়ার’-এ যোগ, অভিষেকের কর্মসূচির জৌলুস বাড়াবেন ‘অতিথি’ মমতা
রবিবার রাতে বহরমপুরে বুথকর্মীদের নিয়ে অধিবেশনে তিনি জানান, তৃণমূলে নব জোয়ার যাত্রা শেষ হওয়ার পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের প্রস্তুতির কাজ শেষ হয়েছে। তাই জুলাইয়ের শেষে অথবা অগস্টের প্রথম সপ্তাহে পঞ্চায়েত ভোট হতে পারে। নতুন কমিশনার দায়িত্ব গ্রহণের পর এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

Abhishek Banerjee : ৪০ আসন চাই ২৪-এ, লোকসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক
নবান্ন সূত্রের খবর, প্রথম ঠিক হয়েছিল, রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী অবসর গ্রহণের পর তাঁকেই রাজ্য নির্বাচন কমিশনার করা হবে। ৩০ জুন তিনি অবসর নিচ্ছেন। যদিও রাজ্য সরকার তাঁর চাকরির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে মুখ্যসচিব পদে রাখতে চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। রাজ্যের যুক্তি, উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে মুখ্যসচিবের মেয়াদ অবসরের পর এক বছর বাড়ানোর নজির রয়েছে।

Abhishek Banerjee : দিদি মানুষকে ৬ হাজার টাকা দিচ্ছে, মোদী ঘুরিয়ে সেই টাকা নিয়ে নিচ্ছে: অভিষেক
এক্ষেত্রে রাজ্যের শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে এনে পঞ্চায়েত ভোট করার প্রস্তাব নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে। এছাড়াও সম্ভাব্য কমিশনারের তালিকায় আরও কয়েকজন সদ্য অবসরপ্রাপ্ত আইএএস অফিসারেরও নাম রয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাই করতে এখন জেলায় জেলায় গোপন ব্যালটে আমজনতা থেকে তৃণমূলের কর্মীদের মতামত গ্রহণ করছেন অভিষেক। যদিও দলের কিছু নেতা-কর্মী যে টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়াতে পারেন, সেই আশঙ্কার কথা সোমবার বড়ঞাঁতে তৃণমূলের বুথকর্মীদের নিয়ে অধিবেশনে অভিষেকের ভাষণে শোনা গিয়েছে। অভিষেকের কথায়, ‘একশো জনের মধ্যে হয়তো দশ জনের প্রার্থী পছন্দ হবে না।

Mamata Banerjee : ‘ভোটার লিস্টে দয়া করে নাম তুলুন নইলে…’, মালদা থেকে আশঙ্কার কথা শোনালেন মমতা
তাঁদের কেউ কেউ নির্দল প্রার্থী হয়ে দাঁড়াতে পারেন। আপনি আম-জাম চিহ্নে নির্দল হয়ে দাঁড়াতেই পারেন। কিন্তু তৃণমূলের দরজা আপনার জন্য চিরকাল বন্ধ থাকবে।’ একই সঙ্গে আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনেই জোড়াফুল তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে বলে সোমবার দলের নেতা-কর্মীদের ফের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক। তাঁর কথায়, ‘বহরমপুরে তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। এই জেলার তিনটি লোকসভা আসনেই তিন লক্ষ ভোটের ব্যবধানে তৃণমূল জয়ী হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *