সপ্তাহান্তে বাতিল হবে বহু লোকাল ট্রেন! দেখে নিন কোন রুটে…Local train services to be affected at weekend due to developmental work between Seoraphuli-Tarakeswar branch line


অয়ন ঘোষাল: রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সপ্তাহান্তে গুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। এই সমস্যা হাওড়া ডিভিশনের। আজ, ১০ মে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই ট্রেন বাতিলের খবর জানানো হয়েছে। জানা গিয়েছে, রেলের কিছু উন্নয়নমূলক কাজকর্মের জেরে এ সপ্তাহের শেষে বেশ কিছু লোকাল ট্রেন শেওড়াফুলি-তারকেশ্বর রুটে বাতিল থাকবে। এজন্য রেল যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেছে। 

 

 

বিস্তারিত করে রেল জানিয়েছে, ১৩ মে শনিবার রাত সাড়ে দশটা থেকে ১৪ মে রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত মোট ৮৫৫ মিনিট শেওড়াফুলি-তারকেশ্বর রুটে লোকাল ট্রেন বাতিল থাকবে। শেওড়াফুলি ও দিয়ারায় আপ ও ডাউন দুই লাইনেই ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। 

 

শনিবার যে-যে ট্রেন বাতিল– 

 

 

হাওড়া থেকে এই নাম্বারের ট্রেন– 37349, 37351, 37379

 

গোঘাট থেকে বাতিল 37378 নম্বরের ট্রেন।

 

রবিবার যে-যে ট্রেন বাতিল হয়েছে-

 

হাওড়া থেকে: 37309, 37311, 37313, 37315, 37317, 37319, 37321, 37323, 37359, 37361, 37363, 37371, 37373, 37375, 37303, 37307

 

শেওড়াফুলি থেকে: 37411, 37415

 

তারকেশ্বর থেকে: 37312, 37314, 37316, 37318, 37320, 37322, 37324, 37326, 37328, 37330, 37332, 37412, 37416

 

আরামবাগ থেকে: 37360, 37362, 37364

 

গোঘাট থেকে: 37372, 37374, 37390

 

সিঙ্গুর থেকে: 37304

 

হরিরপাল থেকে: 37308

 

তবে রেল এ-ও জানিয়েছে, নিত্যযাত্রীদের সুবিধার্থে কিছু শাটল ট্রেন তারা চালাবে। যেমন সিঙ্গুর ও তারকেশ্বরের মধ্যে চলবে এরকম শাটল ইএমইউ লোকাল। 

তারকেশ্বর-সিঙ্গুর শাটল ইএমইউ লোকাল তারকেশ্বর স্টেশন ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিটে ও সকাল ১০-টায়। সিঙ্গুরে ট্রেনদুটি পৌঁছবে যথাক্রমে সকাল ৮টা ১০ ও বেলা ১০টা ৪০ মিনিটে।।

 

সিঙ্গুর-তারকেশ্বর শাটল ইএমইউ লোকাল সিঙ্গুর স্টেশন ছাড়বে সকাল ৮টা ৩০ মিনিটে ও বেলা ১১টায়। যে দুটি ট্রেন তারকেশ্বর পৌঁছবে যথাক্রমে সকাল ৯টা ১০ মিনিট ও বেলা ১১টা ৪০ মিনিটে। 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *