Abhishek Banerjee: অভিষেকের সভায় যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্থ তৃণমূল নেতার গাড়ি, জখম একাধিক – trinamool congress leader car face accident on the way to abhishek banerjee meeting


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল নেতার গাড়ি। একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনায় জখম হয়েছেন খয়রাশোল ব্লক সভাপতির ছেলে আকাশ অধিকারী সহ চারজন। আহতরা স্থানীয়রা চিকিৎসাধীন রয়েছেন।

দুবরাজপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসার পথে দুর্ঘটনাগ্রস্থ তৃণমূলের গাড়ি। দুবরাজপুর বিধানসভার খয়রাশোল থানার গোপালপুর ও কেনানের কাছাকাছি পথ দুর্ঘটনাটি ঘটে। খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারীর ছেলের গাড়ি ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় মোট সাতজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদেরকে উদ্ধার করে খয়রাশোল থানার পুলিশ। সকলকেই মণিমহেশ হাসপাতালে ভর্তি আছেন।

Abhishek Banerjee : ‘সব পঞ্চায়েতে জিততে হবে, বিধানসভা ১১-০ চাই’, কেষ্ট-কষ্ট ভুলে কর্মীদের টার্গেট বাঁধলেন অভিষেক
নব জোয়ার কর্মসূচিতে বুধবার বীরভূম জেলায় উপস্থিত হন তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন গোটা জেলা জুড়ে তাঁর একাধিক কর্মসূচি ছিল। এদিন সকালে মহম্মদ বাজারের ইরিগেশন মাঠে সকালে সভা ছিল অভিষেকের। এরপর রোড শোয়ের পর দুবরাজপুরে অসভা ছিল তাঁর। সেই সভায় যোগদান করেত গিয়েই তৃণমূল নেতার গাড়ি দুর্ঘটনাগ্রস্থ হয়।

Abhishek Banerjee: ‘…অমিত শাহের ছেলের তো ৮০ হাজার গুণ সম্পত্তি বেড়েছে’, অনুব্রত-সুকন্যার গ্রেফতারি প্রসঙ্গে সরব অভিষেক
মহম্মদ বাজারের সভায় ভালোরকম সাড়া পান অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দাবি করেন তৃণমূলের কর্মীরা। এদিনের সভা থেকে তৃণমূলের কর্মীদের আগামী পঞ্চায়েত নির্বাচনের টার্গেট বেধে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে অভিষেক কর্মীদের জানান, গত বিধানসভা নির্বাচনের আগে এই জেলায় টার্গেট করে নেমেছিল বিজেপি। সেখানে গত বিধানসভা নির্বাচনেও এই জেলা থেকে ১১ টি আসনের মধ্যে ১০ টি তেই জয়লাভ করে তৃণমূল। আগামী নির্বাচনেও সবকটি আসনে এখন থেকে জয়লাভ করতে হবে বলে জানান অভিষেক।

Abhishek Banerjee: ২৩-এ তৈরি ২৬-এর টার্গেট, তৃণমূলের আসন নিয়ে বড় ঘোষণা অভিষেকের
প্রসঙ্গত, বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে তিহার জেলে রয়েছেন। শত অভিযোগের পরেও জেলা সভাপতি পদ থেকে সরানো হয় অনুব্রতকে। গোরু পাচার থেকে শুরু করে অন্যান্য দুর্নীতির অভিযোগ তুলে এই জেলায় তৃণমূলের বিরুদ্ধে জোর লড়াই দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। তার আগে অভিষেকের এই টার্গেট প্রদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Abhishek Banerjee Video: অভিষেকের সভা, তাই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত

তবে শুধুমাত্র বিধানসভা নির্বাচনেই নয়, আগামী পঞ্চায়েত নির্বাচনেও এই জেলা থেকে সব কয়টি আসন জয় করার আহ্বান শোনা যায় অভিষেকের গলায়। সেক্ষত্রে সেই বিরোধী শূন্য রাজনীতিতে নামছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। সে কারণেই সব আসন জেতার ব্যাপারে কর্মীদের চাপ দেওয়া হচ্ছে বলে দাবি বিরোধীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *