Calcutta High Court : পুলিশকর্মীর ব্যক্তিগত গাড়িতে পুলিশ স্টিকার বৈধ: হাইকোর্ট – police stickers are valid on personal vehicles of policemen said calcutta high court


এই সময়: কোনও পুলিশকর্মীর ব্যক্তিগত গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার অবৈধ নয়। এটা কোনও অপরাধ নয় বলেই রায় দিল হাইকোর্ট। ব্যক্তিগত গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়ে এক পুলিশ অফিসার প্রভাব খাটিয়ে বেআইনি ভাবে পার্কিং করছেন বলে মামলা হয়েছিল। সার্ভে পার্ক থানায় দায়ের সেই এফআইআর খারিজের আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ হন ওই পুলিশ অফিসার। সেই মামলাতেই বিচারপতি বিবেক চৌধুরী ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে দায়ের ফৌজদারি মামলা খারিজ করেছেন।

Calcutta High Court : পাচারের শিকার তরুণীকে কেন্দ্রীয় স্কিমে এই প্রথম ক্ষতিপূরণ রাজ্যে
হাইকোর্টের পর্যবেক্ষণ, শুধুমাত্র কোনও পুলিশকর্মী নন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা, বিচারবিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের ব্যক্তিগত গাড়িতে তাঁদের নাম এবং পেশাগত স্টিকার ব্যবহার করতেই পারেন। গত বছর ফেব্রুয়ারিতে সোনারপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তী তাঁর সার্ভে পার্কের বাড়ির কাছে পুলিশ স্টিকার লাগানো ব্যক্তিগত গাড়ি পার্ক করেছিলেন।

Justice Rajasekhar Mantha : ‘৫৩ জন বিচারপতি আছেন, এই এজলাসে দীর্ঘ শুনানির সময় নেই’, শুভেন্দুর ২ মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা
এক ব্যক্তি আরটিআই করে জানতে পারেন, সেটি সরকারি গাড়ি নয়, ব্যক্তিগত। তাঁর অভিযোগ, আইসি তাঁর ব্যক্তিগত গাড়িটিকে সরকারি গাড়ি হিসেবে দেখিয়ে অবৈধ ভাবে পার্ক করার চেষ্টা করেছেন, যা ফৌজদারি অপরাধ। ওই আইসি’র বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা শুরুর জন্যে আলিপুর আদালতে আবেদন জানান ওই ব্যক্তি।

Calcutta High Court : খেজুরির ঘর ছাড়াদের ফেরাতে নির্দেশ কোর্টের
এর ভিত্তিতে গত সেপ্টেম্বরে মামলা শুরু করে আলিপুর আদালত। গত ২৭ ফেব্রুয়ারি আইসি’কে হাজিরারও নির্দেশ দেয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন আইসি। শেষ পর্যন্ত বিচারপতি বিবেক চৌধুরীর নির্দেশের ফলে আগামী দিনে বিভিন্ন পেশার মানুষের গাড়িতে পেশার উল্লেখ করে স্টিকার সাঁটানোয় আর বাধা রইল না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *