Fire Near Kolkata Raj Bhavan : রাজভবনের পাশের বহুতলে আগুন, বেরিয়ে এলেন উদ্বিগ্ন রাজ্যপাল – fire at a building near kolkata raj bhavan governor c v ananda bose is anxious


Produced by Rupsa Ghosal | EiSamay.Com | Updated: 10 May 2023, 11:00 am

রাজভবনের কাছে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক। ধোয়া দেখে বেরিয়ে এলেন উদ্বিগ্ন রাজ্যপাল।

 

Fire Near Kolkata Raj Bhavan
Fire Near Kolkata Raj Bhavan : কলকাতায় রাজভবনের কাছে আগুন।

হাইলাইটস

  • রাজভবনের কাছে একটি বহুতলে আগুন
  • উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস
  • ধোা দেখে বাইরে বেরিয়ে এলেন তিনি
ধর্মতলায় রাজভবনের কাছে বিধ্বংসী আগুন। বুধবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, রাজভবনের পাশেই শরাফ হাউজে এই আগুন লেগেছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুনের খবর পেয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (West Bengal Governor C V Ananda Bose) উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি ধোঁয়া দেখে রাজভবনের বাইরে বেরিয়ে আসেন। আগুন নেভানোর কাজে তদারকি করতে দেখা গিয়েছে রাজ্যপালকে।

Fire at Raj Bhavan Kolkata: রাজ্যপালের উপস্থিতিতেই রাজভবনে আগুন, ঘটনাস্থলে ২ ইঞ্জিন
এদিকে, দাউ দাউ করে জ্বলছে বহুতলের ছাদের একটা বড় অংশ। এই শরাফ হাউসে একাধিক অফিস রয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানে কর্মরতরা। সকলকেই নিরাপদে বের করে আনা হয়েছে। পাশেই রয়েছে টেলিফোন ভবন। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা গিয়েছে। ছাদের উপর থেকে আগুনের জ্বলন্ত টুকরো ছিটকে পড়তেও দেখা গিয়েছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *