Howrah News : চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে ভাঙচুর-পথ অবরোধ, ধুন্ধুমার কাণ্ড হাওড়ায় – a private hospital in jagatballabpur was allegedly vandalized on allegations of patient death due to medical negligence


West Bengal News : বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। ধুন্ধুমার কাণ্ড হাওড়া জেলার জগৎবল্লভপুরের একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালের আসবাব পত্র সহ একাধিক চিকিৎসার সরঞ্জাম ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি, হাওড়া-আমতা রোড অবরোধ করেন রোগীর পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দেয় জগৎবল্লভপুর থানার পুলিশ।

Balughat District Hospital : ময়নাতদন্তেও ‘রেফার’ রোগ! সরকারি হাসপাতালের ভয়াবহ ছবি বালুরঘাটে
স্থানীয় সূত্রে খবর, চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে তুলে জগৎবল্লভপুরের হাটালে এক বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর চালায় রোগীর আত্মীয় এবং গ্রামবাসীরা। জানা গিয়েছে, রবিবার মিনতি পাঁজা নামে বছর ৪৫ এর এক রোগীকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয় টিউমার অপারেশনের জন্য।

Raiganj Medical College and Hospital : টানা ১২ ঘণ্টা ধরে চলছে না আলো-পাখা-লিফট, চূড়ান্ত দুরবস্থা রায়গঞ্জ হাসপাতালে
অভিযোগ, ওই নার্সিংহোমে অপারেশনের পর তাঁর অবস্থার অবনতি হয়। গতকাল বিকেলে নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করে। এসএসকেএম হাসপাতালে ভর্তির পরই গতকাল রাতে মারা যান ওই রোগী। মৃত্যুর খবর চাউর হতেই রোগীর আত্মীয়রা এবং গ্রামবাসীরা ওই নার্সিংহোমে চড়াও হয়। গোটা নার্সিংহোম জুড়ে ব্যাপক ভাঙচুর চালায়।

Bankura Sammilani Medical College : হাসপাতাল চত্বরে মাইক নিয়ে বিক্ষোভ প্রদর্শন, বিতর্কে বাঁকুড়ার BJP বিধায়ক
কম্পিউটার, টেবিল, চেয়ার, চিকিৎসার যন্ত্রপাতি এবং বাইকে ভাঙচুর চালানো হয়। ব্যাহত হয় ওই হাসপাতালের চিকিৎসা পরিষেবা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানার পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ।

Murshidabad News : জেল হেফাজতে বন্দির রহস্যজনক মৃত্যু, শান্তি কমিটির বিরুদ্ধে মারধরের অভিযোগ পরিবারের
মৃতের পরিবারের লোকের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই রোগীর। আজ সকালে এসএসকেএম হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে আসা হয় গ্রামে। এরপর গ্রামবাসীরা মৃতদেহ নার্সিংহোমের সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধ করা হয় হাওড়া আমতা রোড। তাঁদের দাবি অবিলম্বে এই নার্সিংহোমকে বন্ধ করে দিতে হবে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার করেছে।

Paschim Medinipur News : হাসপাতালে বেড নেই, হন্যে হয়ে ঘুরছে অসুস্থ খুদে শিবম
স্থানীয় এক বাসিন্দা বিশ্বজিৎ মাল বলেন, “এখানে একাধিক ঘটনা রোগীর মৃত্যু হওয়ার। এঁদের চিকিৎসার গাফিলতি রয়েছে, সেই কারণেই বারবার এই ধরণের ঘটনা ঘটছে। আমরা এখন চাই এই বেসরকারি হাসপাতালটির লাইসেন্স বাতিল করে দেওয়া হোক। যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধান্ত হবে, আমরা অবরোধ করব।” পরে পুলিশ গিয়ে রোগীর পরিবারের সদস্যদের এবং গ্রামবাসীকে বোঝালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে, মৃতের পরিবারের লোকজন হাওড়া-আমতা রোড অবরোধ করায় যান চলাচল ব্যাহত হয়। আটকে পড়ে বহু যানবাহন। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। বেসরকারি ওই হাসপাতালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *