Jhalda Municipality : তপন কান্দু মৃত্যুতে জড়িয়েছিল নাম, বদলি সেই ঝালদা থানার আইসি – jhalda police station ic transfer ahead of panchayat election


বদলি করা হল ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে। একই সঙ্গে পুরুলিয়ার আরও আটটি থানার আইসিকে বদলি করা হল। বিষয়টিকে ‘রুটিন বদলি’ বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, বেশ কয়েকমাস আগেই ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় একটি অডিয়ো ভাইরাল হয়। সেই অডিয়ো ভাইরাল হওয়ার ঘটনায় নাম জড়িয়ে পড়ে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের।

ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে অডিয়ো ভাইরাল হওয়ার ঘটনার জেরে বিতর্কের কেন্দ্রে ছিলেন আইসি সঞ্জীব ঘোষ। কংগ্রেস নেতা নেপাল মাহাত থেকে শুরু করে নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু সকলেই মুখ খুলেছিলেন এই আইসির বিরুদ্ধে। তবে এই ঘটনার সঙ্গে আইসি বদলির কোনও সম্পর্ক নেই বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

Jhargram Police : কোচিং দিচ্ছেন পুলিশকর্মীরা, লক্ষ্যভেদে সাফল্য ঝাড়গ্রামে
পঞ্চায়েত নির্বাচনের আগে বদলি হলেন ওই আইসি। একইসঙ্গে পুরুলিয়া জেলার আরও কয়েকটি থানার আইসি বদল হয়েছে। শীর্ষে রয়েছে ঝালদা থানার আইসির নাম। ঝালদা থানার আইসি বদলি হলেন রাজ্য পুলিশের STF এ। তাঁর জায়গায় ঝালদা থানার নতুন আইসি হলেন শিব শঙ্কর সিং। অন্যদিকে, জয়পুর থানার আইসি মহাকাশ চৌধুরী বদলি হলেন ব্যারাকপুর থানায়। জয়পুর থানার আইসি হলেন লিটন রক্ষিত। তিনি রানাঘাট থানায় কর্তব্যরত ছিলেন।

trasfer order

নিজস্ব চিত্র।

Jhalda Municipality : দীর্ঘ দড়ি টানাটানির অবসান, ঝালদা পুরসভা কংগ্রেসেরই
পুরুলিয়া মফস্বল থানার আইসি সঞ্জয় কুমার চক্রবর্তীকে পাঠানো হলো শিয়ালদা জিআরপি ইন্সপেক্টর ইনচার্জ পদে। তাঁর জায়গায় মফস্বল থানার আইসি হলেন সৌম্য চট্টোপাধ্যায়। তিনি রাজ্য পুলিশের এসটিএফে ছিলেন। সাঁওতালডি থানার আইসি প্রসেনজিৎ দাসকে পাঠানো হলো ব্যারাকপুর পিসিতে। তার জায়গায় সাঁওতালডি থানার নতুন আইসি হলেন সুদীপ চক্রবর্তী। তিনি শিলিগুড়ির জিআরপির ইন্সপেক্টর পদে ছিলেন। এছাড়াও মানবাজারের সার্কেল ইন্সপেক্টর হয়ে আসছেন কাজল বন্দ্যোপাধ্যায়।

Kurmi Protest : থামছেই না বিক্ষোভ, মঙ্গলবার থেকে ফের আন্দোলনের হুঁশিয়ারি কুড়মি সমাজের
প্রসঙ্গত, গত মার্চ মাসে নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু একটি অডিয়ো ক্লিপ (অডিয়ো ক্লিপ যাচাই করেনি এই সময় ডিজিটাল) প্রকাশ্যে আনেন। সেই অডিয়ো ক্লিপে একটি কণ্ঠকে বলতে শোনা যায়, তৃণমূলের কোনও ব্যক্তিই ঝালদা পুরসভার চেয়ারম্যান হবেন। তবে উপ পুরপ্রধান পদটির জন্য তিনি কোনও ব্যবস্থা করতে পারবেন বলে জানান তিনি। দাবি করা হয়, দ্বিতীয় ওই ব্যক্তির কন্ঠস্বর আইসি সঞ্জীব ঘোষের। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়। পুরুলিয়া জেলার পুলিশ সুপার বিষয়টি নিয়ে তদন্তেরও আশ্বাস দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *