Kalbaisakhi Storm : তীব্র গরমের মধ্যেই শান্তি, কালবৈশাখীর সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি মেদিনীপুরে – hailstorm and kalbaisakhi in medinipur town in this hot weather


West Bengal News : মার্চ মাসের চড়েছিল তাপমাত্রার পারদ। তাপপ্রবাহের জ্বালা বুঝেছিল গোটা রাজ্য। মাঝে কিছু জেলায় এক ধাক্কায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস অবধি উঠে গিয়েছিল তাপমাত্রা। মাঝে বৃষ্টিতে কিছুটা ঠাণ্ডাও হয়েছে বাংলা। কিন্তু আবার কয়েকদিন আগে থেকেই তাপপ্রবাহ শুরু হয়েছিল দক্ষিনবঙ্গে।

এরই মধ্যে ফের ভিজল মেদিনীপুর। তীব্র দাবদাহ কাটিয়ে বৃষ্টিতে ভিজল জেলাবাসী। বুধবার বিকেলে কালবৈশাখী ঝড়ের দাপট দেখল মেদিনীপুর শহর। ব্যাপক শিলাবৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়ার দাপট দেখল শহরবাসী। এদিন দুপুর থেকেই ব্যাপক বৃষ্টিপাত শুরু হয় জেলা সদরে।

Cyclone Mocha Update : সাইক্লোন মোকার হাত থেকে কি বাঁচবে বাংলা? রাজ্যে ঝড়-বৃষ্টি কবে?
উল্লেখ্য দিন কয়েক ধরেই হাঁসফাঁস করা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বিকেলের বৃষ্টিতে বেশ কিছুটা স্বস্তির আমেজ এসেছে জেলা সদরে। এদিন দুপুর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। কিছুক্ষণ পরই শিলাবৃষ্টিও শুরু হয়।

এই বৃষ্টিতে স্বস্তি পেলেন এলাকার মানুষরা। কালবৈশাখীর ঝড়ে উড়ে যায় বেশ কিছু টিনের ছাউনিও। এই ঝড়ে অনেক গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে। এই দমকা ঝড় ও শিলাবৃষ্টির জেরে ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা।

স্থানীয় এক পথচারী জানান, “ঝড়ের সময় আমি বাইরেই ছিলাম। বেসরকারি কোম্পানিতে চাকরি করি। তাই গরমে বাড়িতে বসে থাকা সম্ভব নয়। এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি এনে দিল আমাদের মতো মানুষদের জন্য। যদি মাঝে মধ্যেই এরকম করে ব্যাপক বৃষ্টি হয়, তাহলে তাপমাত্রা চরম জায়গায় পৌঁছবে না।”

Cyclone Mocha Kolkata News : অভিমুখ বদলাচ্ছে ঘূর্ণিঝড় মোকা, বাংলায় কী প্রভাব? জবাব দিল হাওয়া অফিস
একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আজ অর্থাৎ বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রামে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এবার তারই মাঝে পশ্চিম মেদিনীপুর জেলায় এই তুমুল ঝড় বৃষ্টিতে আশার আল দেখছে বাকি জেলাগুলি।

যদিও আবহাওয়া দফতরের কথা অনুযায়ী, এই মুহূর্তে গোটা রাজ্যে তাপপ্রবাহ কমার কোনও লক্ষণ নেই। বেশ কিছু জায়গায় কালবৈশাখীর ঝড় বা শিলাবৃষ্টি হলেও সাময়িক গরম কিছুটা কমবে। কিন্তু তাপপ্রবাহ সেই আগের জায়গাতেই থাকবে বলে মনে করা হচ্ছে।

Cyclone Mocha West Bengal : অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে মোকা! কলকাতা সহ বাংলায় কী প্রভাব? জানাল হাওয়া অফিস
মৌসম ভবনের তরফে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *