Kolkata Municipal Corporation : আমজনতার জলপান নির্বিঘ্ন করতে নয়া ব্যবস্থা পুরসভার – the name and logo of the private organization should be removed from the old kiosks in the city immediately said mayor


শ্যামগোপাল রায়
তাপমাত্রা রোজই নিজের রেকর্ড নিজে ভাঙছে। এই তীব্র গরমে পথে বেরিয়ে অনেকেরই ভরসা শহরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা পানীয় জলের কিয়স্ক। কিন্তু অনেক কিয়স্কের জলই খাওয়ার যোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও এ নিয়ে জল সরবরাহ বিভাগের কর্তাদের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন।

Asansol News : পানীয় জলের তীব্র সংকট জামুড়িয়ায়, মেয়রের দ্বারস্থ খোদ তৃণমূল বিধায়ক
পুরসভা সূত্রে খবর, মেয়র সম্প্রতি নির্দেশ দিয়েছেন, নতুন করে কোনও কিয়স্কে যেন পানীয় জলের সংযোগ দেওয়া না হয়। জল সরবরাহ বিভাগের এক কর্তা বলেন, ‘শহরজুড়ে যে জলের কিয়স্কগুলি রয়েছে, সে সব বসিয়েছে বেসরকারি সংস্থা। কিন্তু বসানোর পর তা রক্ষণাবেক্ষণে নজর দেওয়া হয়নি। বেশিরভাগ জলের মেশিনের ফিল্টার পরিষ্কার হয় না। ফলে জলের মান সন্তোষজনক থাকে না।’

গরমের সঙ্গে সঙ্গে পানীয় জলের কিয়স্কগুলিতে ভিড়ও বাড়ছে আমজনতার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জলের মেশিনে থাকা ফিল্টার ৬০ দিন ব্যবহারের পর পরিষ্কার করা দরকার। বছরে একবার পুরোনো ফিল্টার বদলও করা প্রয়োজন। তা হলেই বিশুদ্ধ জল মিলবে মেশিন থেকে। কিন্তু এ ক্ষেত্রে তা হচ্ছে না বলেই খবর।

Drinking Water Problem : তীব্র পানীয় জলের সংকট, প্রতিবাদে আরামবাগে রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই বলেন, ‘ফিল্টার নিয়মিত সাফ করা না হলে জলের মাধ্যমে নানা ভাইরাস, ব্যাকটেরিয়া শরীরে ঢুকতে পারে। যার জেরে জন্ডিস, পেটের রোগ, টাইফয়েড হওয়ার আশঙ্কা।’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক তড়িৎ রায়চৌধুরীর বক্তব্য, ‘জলের মধ্যে মূলত ফেরাস আয়রন, ফেরিক আয়রন থাকে। যার জেরে জলের রং লালচে হয়। ফিল্টার ঠেকাতে পারে এই আয়রনকে।’

Water Project : পানীয় জল সংকট দূরীকরণে উদ্যোগ, ভাঙড়ে জলপ্রকল্পে জমি মাপার কাজ শুরু
এই পরিস্থিতিতে পুর কমিশনার বিনোদ কুমারকে মেয়র নির্দেশ দিয়েছেন – অবিলম্বে শহরের পুরোনো কিয়স্ক থেকে বেসরকারি সংস্থার নাম ও লোগো খুলে ফেলতে হবে। যে সব এলাকায় দীর্ঘদিন পানীয় জলের কিয়স্কের রক্ষণাবেক্ষণ হয়নি, সেগুলি খুঁজে বার করতে হবে। মেশিনগুলির ফিল্টার বদলের নির্দেশ দিয়েছেন মেয়র।

Paschim Medinipur : বিকল নলকূপ! পানীয় জলের সংকট মেদিনীপুর শহরে, জলের পাত্র হাতে অবরোধ বাসিন্দাদের
এক পুরকর্তার কথায়, ‘কিয়স্ক রক্ষণাবেক্ষণ না করলে শুধু নিজেদের প্রচারের জন্য যে জলের মেশিন বসানোর কোনও মানে নেই, সে কথা সংস্থাগুলিকে চিঠি দিয়ে জানানো হয়েছে।’ পাশাপাশি কেউ নতুন কিয়স্ক বসাতে চাইলে কিছু শর্ত তাদের মানতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। একটি চুক্তি সই করতে হবে। যেখানে পাঁচ বছরের জন‌্য কিয়স্ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব বেসরকারি সংস্থা নেবে বলে উল্লেখ থাকবে।

Durgapur News : জলাধার নির্মাণের উদ্যোগ অণ্ডালে, নির্বাচনের আগেই জল সংকট দূরীকরণে তৎপর প্রশাসন
রক্ষণাবেক্ষণের জন্য সংস্থা কত টাকা বরাদ্দ করেছে, কোন কোম্পানির সঙ্গে ফিল্টার বদলের জন‌্য চুক্তি করেছে, তা আগাম জানালেই কিয়স্ক বসানোর অনুমতি দেওয়া হবে। চুক্তি মানা হচ্ছে কি না, সেদিকে নজর রাখবেন জল সরবরাহ বিভাগের কর্তারা। রক্ষণাবক্ষেণে খামতি থাকলে সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *