Paschim Medinipur : মিলছে না সঠিক পারিশ্রমিক, কোদাল-গাঁইতি নিয়ে পুরসভার সামনে বিক্ষোভ সাফাই কর্মীদের – chandrakona municipal cleaners staged a protest in front of the municipal gate


মিলছে না কাজের সঠিক পারিশ্রমিক। বুধবার সাত সকালে বিক্ষোভে সামিল হল চন্দ্রকোণা পুরসভার সাফাই কর্মীরা। কোদাল-গাঁইতি নিয়ে পুরসভার গেটের সামনে বিক্ষোভে বসেন তাঁরা। সমস্ত কাউন্সিলরদের সঙ্গে বসে আলোচনা করে সমস্যা মেটানোর ব্যাপারে আশ্বাস পুরসভার।

Dakshin 24 Pargana : ইকো পার্কের কাজ করে মেলেনি টাকা! মজুরির দাবিতে বিক্ষোভ শ্রমিকদের
স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল থেকেই বেতন ও কাজের দাবি নিয়ে পুরসভার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পুরসভার ভেক্টর কন্ট্রোল টিম অর্থাৎ VCT ওয়ার্কাররা। কর্মীদের দাবি, সারা মাস তাঁদের কাজ দিতে হবে। সঠিক কাজের পারিশ্রমিক দিতে হবে। এই দাবি তুলে বুধবার সকাল থেকে চন্দ্রকোণা পুরসভার গেট আটকে বসে বিক্ষোভে সামিল হয় ৭২ জন কর্মী।

Durgapur News : মেলেনি বকেয়া বেতন, দুর্গাপুরে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ ঠিকা শ্রমিকদের
তাঁদের আরও অভিযোগ, কর্মীদের দিয়ে নিকাশি নালার পরিষ্কার করানোর কাজ করানো হচ্ছিল তবে তার পারিশ্রমিক দেওয়া হচ্ছিল মাত্র ২০০ টাকা। যা বাজার মূল্যের তুলনায় অনেকটাই কম। পারিশ্রমিকের মান আরও বেশি করার দাবি বহুবার পুরসভাকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি বলে দাবি তাঁদের। সেই কারণে এদিন বিক্ষোভে সামিল হয় ভেক্টর কন্ট্রোল টিমের কর্মীরা। কর্মীদের বক্তব্য, তাঁদের দাবি না মানা হলে তাঁরা এই বিক্ষোভ চালিয়ে যাবে।

Kharar Municipality Ghatal : ‘বামাদাকে বলো’, বোতল নিয়ে দেখা করলেই হবে পুরসভার কাজ! পোস্টার ঘিরে চাঞ্চল্য খড়ারে
সাফাই কর্মী বিভাস চট্টোপাধ্যায় বলেন, “১২ টি ওয়ার্ডে ৬ জন করে নিয়োগ করা হয়েছিল। তখন বলা হয়েছিল, ২৬ দিন করে কাজ হবে, ২০০ টাকা বেতন আমরা মেনেও নিয়েছিলাম। যতদিন যাচ্ছে কাজের দিনের সংখ্যা কমে যাচ্ছে। তাছাড়া এখনকার যা বাজার দর হয়েছে, তাতে আমাদের পক্ষে ২০০ টাকায় চালানো সম্ভব হচ্ছে না।” কাজের দিনের সংখ্যা বাড়ানো এবং পারিশ্রমিক বাড়ানোর দাবিতেই তাঁদের এই বিক্ষোভ বলে জানানো হয়। আগামী দিনে ৩০০ টাকা করে মজুরি দিতে হবে, না হলে কাজ বন্ধ থাকবে বলে জানান কর্মীরা।

Drinking Water Problem : তীব্র পানীয় জলের সংকট, প্রতিবাদে আরামবাগে রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের
অপরদিকে, পুরসভার গেটের সামনে বিক্ষোভে সামিল হন পুরসভার অস্থায়ী সাফাই দফতরের কর্মীরাও। তাঁদেরও দাবি, সঠিক সময়ে তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। পুরসভার অন্যান্য কর্মচারীদের সঠিক সময়ে বেতন হলেও তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে পুরসভার গেটের সামনে বিক্ষোভের শামিল হয়েছে উভয়পক্ষ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে উপস্থিত হয়েছেন পুরসভার কাউন্সিলারেরা। যদি ওই পুর কাউন্সিলর গোবিন্দ দাস বলেন, “আমরা ওদের সঙ্গে কথা বলছি। চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলররা বসে ওদের সমস্যার সমাধানের দ্রুত ব্যবস্থা করা হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *